Bangladesh Violence : Identified the culprit in Kumilla Incident From Anandabazar Patrika

Bangladesh Violence: কুমিল্লায় দুষ্কৃতী চিহ্নিত, ভারতের সঙ্গে মৈত্রী নষ্টের চক্রান্ত, বলছে বাংলাদেশ

Bangladesh Violence: identified  the culprit  in Kumilla Incident, conspiracy to destroy alliance with India, says Bangladesh

The man who left a holy book of another religion in the dark of night at a puja mandapa in Kumilla has been identified, said district police superintendent Farooq Ahmed. On Wednesday, he said, “After identifying him after watching the CCTV footage, the identity also matched. The man’s name is Iqbal Hossain (35). Father’s name is Nur Ahmed Alam. The house is in Sujanagar of Kumilla city. ” According to the Superintendent of Police, various agencies of the police launched an investigation after the picture of the mischief was posted on CCTV. Only then did this progress. Attempts are being made to arrest Iqbal Hossain.

The police and the government have been saying from the beginning that there is a planned conspiracy behind the recent violence  in Bangladesh. Detectives have found that the Pakistani embassy in Dhaka and its allies have been active for a couple of months since the Taliban took control of Afghanistan. Obaidul Quader, general secretary of the ruling Awami League, told a news conference on Wednesday that the plan of attack and violence was to destroy friendship with India. The opposition BNP has a hand in this. ”

In the words of the senior minister of the government, Quader, The patent of all these misdeeds and outright lies belongs to the BNP alone. The BNP thinks that minorities are the enemy. They think the attack will increase the minority’s distrust on  the current  government, and ruin Bangladesh’s friendship with India.

GM Quader, chairman of the main opposition BNP Jatiya Party in parliament, said they would hold a rally in Dhaka on Friday to protest the recent violence. He and all the leaders of the party will be present at the rally. Quader said, “There is no tradition of such attacks in Bangladesh. For a long time all people lived here side by side. Everyone took part in the festival. That tradition will not be allowed to be destroyed. ”

In Bengali :

কুমিল্লার একটি পুজোমণ্ডপে রাতের অন্ধকারে অন্য ধর্মের পবিত্র গ্রন্থ রেখে যাওয়া লোকটিকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ। বুধবার তিনি বলেন, “সিসিটিভি-র ফুটেজ দেখে তাকে চিহ্নিত করার পরে পরিচয়ও মিলেছে। লোকটির নাম ইকবাল হোসেন (৩৫)। বাবার নাম নুর আহমেদ আলম। বাড়ি কুমিল্লা শহরের সুজানগরে।” পুলিশ সুপার জানিয়েছেন, সিসিটিভি-তে দুষ্কৃতীর ছবি ওঠার পরে পুলিশের বিভিন্ন সংস্থা তদন্তে নামে। তার পরেই এই অগ্রগতি। ইকবাল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও সরকার প্রথম থেকেই বলে আসছিলেন, পরিকল্পিত চক্রান্ত রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পিছনে। গোয়েন্দারা দেখেছেন, আফগানিস্তানে তালিবান দখলদারি কায়েম হওয়ার পরে মাস দুয়েক ধরে ঢাকার পাকিস্তানি দূতাবাস এবং তাদের সহযোগীরা খুবই তৎপর। বুধবার একটি সাংবাদিক বৈঠকে শাসক দল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতেই এই হামলা ও হিংসার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। এ কাজে বিরোধী দল বিএনপি-র হাত রয়েছে।”

সরকারের বর্ষীয়ান মন্ত্রী কাদেরের কথায়, “এ সব অপকর্ম ও নির্জলা মিথ্যার পেটেন্ট একমাত্র বিএনপির। বিএনপি সংখ্যালঘুদের শত্রু মনে করে। তারা ভেবেছে এই হামলার ফলে সরকারের উপর সংখ্যালঘুদের অনাস্থা বাড়বে, আর ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব নষ্ট হবে।”

সংসদে প্রধান বিরোধী দল বিএনপির জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, শুক্রবার ঢাকায় তাঁরা সম্প্রীতি সমাবেশ করে সাম্প্রতিক হিংসার প্রতিবাদ করবেন। তিনি ও দলের প্রধান সব নেতা এই সমাবেশে থাকবেন। কাদের বলেন, “বাংলাদেশে এমন হামলার ঐতিহ্য নেই। দীর্ঘকাল ধরে সব মানুষ এখানে পাশাপাশি বসবাস করেন। উৎসবে সবাই অংশ নেন। সেই ঐতিহ্য নষ্ট করতে দেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.