গতকাল শুক্রবার এবং আজ শনিবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মেদিনীপুর লোকসভার অন্তর্গত এগরা, খড়্গপুর শহর এবং দাঁতন বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে যোগদান করেন। গতকাল এগরার বাসুদেবপুরে জনসম্পর্ক অভিযান ও সেখানকার কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। পরে দুবদা, খাগদা, বেতা, পানিপারুলের কুলটিকরি, পাটনা, নস্করপুর প্রভৃতি এলাকায় সন্ধে পর্যন্ত জনসম্পর্ক অভিযানে অংশ নেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোচবিহারের নির্বাচনে হিংসা প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূলকে আগের নির্বাচনে যারা সমর্থন করেছিল, তারা আর করছে না। সেই কারণে প্রতিটি ভোটে তৃণমূল ভোট লুট আর অশান্তি করছে। পুলিশ নিষ্ক্রীয়। সামান্য পঞ্চায়েত ভোটে যারা সন্ত্রাস করে, তারা লোকসভা ভোটে সন্ত্রাস করবেই। সমস্ত বিষয় নোট করে রাখা হচ্ছে। রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
কোচবিহারে বোমা উদ্ধারের বিষয়ে তিনি বলেন,মুখ্যমন্ত্রীর পুলিশ যদি কাজ করত, তাহলে এসব হতো না। মানুষ এখন তৃণমূলের বিরুদ্ধে বেঁকে বসেছে। তাই পুলিশ ও তৃণমূল কর্মীদের দিয়ে এসব করানো হচ্ছে। পুলিশ এখন তৃণমূলের ক্যাডার হয়ে গিয়েছে। পাশাপাশি আজ সকালে খড়্গপুরের ২৭ নং ওয়ার্ডের পুরিগেট এলাকায় এবং ১৮ নং ওয়ার্ডের নুতন বাজার এলাকায় চা চক্র ও জনসম্পর্ক অভিযান করেন। এই সময় তিনি এলাকার অধিবাসীদের সাথে মতবিনিময় করেন এবং নানান অভাব অভিযোগ শোনেন। তা সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। সন্ধ্যায় দাঁতন বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি এবং পথসভায় বক্তব্য রাখেন তিনি।