AC 3-Tier ইকোনমি ক্লাস: বিশ্বের সবচেয়ে সস্তায় এসিতে যাতায়াত, তৈরি ৫০ কোচ

1/5দিনকয়েক আগেই প্রথম এসি থ্রি-টিয়ার ইকোনমি কোচ নিয়ে এসেছে ভারতীয় রেল। যা ‘বিশ্বের সবথেকে সস্তায় এসিতে ভ্রমণ’ হিসাবে বিবেচিত হচ্ছে। তাই এসি কামরা মানেই অনেক ভাড়া, এমনটা ভাবার দিন শেষ। AC3 ইকনমি ক্লাসে একেবারে সস্তায় বাতানুকুল কামরায় যেতে পারবেন যাত্রীরা। ছবি সৌজন্য পিটিআই  (PTI)

এর আগে মোদী সরকার সকলের জন্য সস্তায় এসি ট্রেনের ঘোষণা করেছিল। সেটাই বাস্তবায়িত হচ্ছে AC3 ইকোনমি ক্লাসের মাধ্যমে। স্লিপার ক্লাসের তুলনায় সামান্য বেশি টাকা দিলেই মিলবে আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা। ছবি সৌজন্য: পিটিআই (PTI)
2/5এর আগে মোদী সরকার সকলের জন্য সস্তায় এসি ট্রেনের ঘোষণা করেছিল। সেটাই বাস্তবায়িত হচ্ছে AC3 ইকোনমি ক্লাসের মাধ্যমে। স্লিপার ক্লাসের তুলনায় সামান্য বেশি টাকা দিলেই মিলবে আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা। ছবি সৌজন্য: পিটিআই (PTI)
যদিও এ বিষয়ে রেল এখনও কোনও ঘোষণা করেনি। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত নতুন এসি৩ ইকোনমি ক্লাসের ৫০টি কোচ তৈরি করা হয়েছে। সেগুলি রেলের বিভিন্ন জোনে পাঠানো হবে। ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই (PTI)
3/5যদিও এ বিষয়ে রেল এখনও কোনও ঘোষণা করেনি। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত নতুন এসি৩ ইকোনমি ক্লাসের ৫০টি কোচ তৈরি করা হয়েছে। সেগুলি রেলের বিভিন্ন জোনে পাঠানো হবে। ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই (PTI)
তবে মাত্র ৫০টি নয়। এমন ৮০০টি কোচ বানাবে ভারতীয় রেল। ছবি সৌজন্য : পিটিআই  (PTI)
4/5তবে মাত্র ৫০টি নয়। এমন ৮০০টি কোচ বানাবে ভারতীয় রেল। ছবি সৌজন্য : পিটিআই  (PTI)
এই নয়া কোচে যাত্রী ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এতদিন একটি কোচে ৭২টি বার্থ থাকত। নকশায় অদলবদলের ফলে বেড়েছে সেই সংখ্যা। হাইভোল্টেজ ইলেকট্রিক সুইচ গিয়ারের জায়গা বদলানোর ফলে অতিরিক্ত ১১জনের বসার ব্যবস্থা করা গিয়েছে। নতুন এসি ৩ টায়ার কোচে রয়েছে ৮৩টি বার্থ। ফলে একদিকে যেমন যাত্রীদের সিট পেতে সুবিধা হবে, অন্যদিকে বেশি যাত্রী বহন করে মুনাফা হবে রেলেরও। মোট ৮৩টি বার্থের প্রতিটিতেই থাকছে এসির ভেন্ট। সেই সঙ্গে মোবাইল চার্জিং পয়েন্ট। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5এই নয়া কোচে যাত্রী ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এতদিন একটি কোচে ৭২টি বার্থ থাকত। নকশায় অদলবদলের ফলে বেড়েছে সেই সংখ্যা। হাইভোল্টেজ ইলেকট্রিক সুইচ গিয়ারের জায়গা বদলানোর ফলে অতিরিক্ত ১১জনের বসার ব্যবস্থা করা গিয়েছে। নতুন এসি ৩ টায়ার কোচে রয়েছে ৮৩টি বার্থ। ফলে একদিকে যেমন যাত্রীদের সিট পেতে সুবিধা হবে, অন্যদিকে বেশি যাত্রী বহন করে মুনাফা হবে রেলেরও। মোট ৮৩টি বার্থের প্রতিটিতেই থাকছে এসির ভেন্ট। সেই সঙ্গে মোবাইল চার্জিং পয়েন্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.