‘বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন!’ বিস্ফোরক দাবি অমিত শাহের


এবার বাংলার হিংসা পরিস্থিতির অভিযোগ নিয়ে রাজ্যসভায় বিস্ফোরক মন্তব্য কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় The Criminal Procedure (identification) Bill 2022 নিয়ে আলোচনা হচ্ছিল। তখনই বাংলার প্রসঙ্গ তুলে আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একেবারে তীব্র আক্রমণ করেন তৃণমূল সরকারকে। তাঁর দাবি, বাংলায় না যাওয়াই ভালো। গেলে খুন হয়ে যেতে পারেন।

দিন কয়েক আগেই এই বাংলাতেই হয়েছে বগটুইকাণ্ড। ঝালদা ও পানিহাটিতে কাউন্সিলর খুনের ক্ষত এখনও মোছেনি বাংলা থেকে। তার মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন অমিত শাহ। এদিকে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন, তিনি যখন গুজরাতে যাচ্ছেন তখন তাঁর দলের বিরুদ্ধে কেন এফআইআর করা হচ্ছে? তখনই অমিত শাহের দাবি, আপনি যদি পশ্চিমবঙ্গে যান তাহলে তো জীবনই চলে যাবে।

এদিকে The Criminal Procedure (identification) Bill 2022কে ফ্যাসিস্ট বিল বলে উল্লেখ করেছেন বিরোধীরা। এবার তারই জবাব দিলেন অমিত শাহ। তিনি উল্লেখ করেন, ‘ওনারা বলছেন ফ্যাসিস্ট বিল। আমি বেশি কিছু বলব না। ফ্যাসিস্ট শব্দটার ব্যাখ্যাই তো বাংলার সরকার বদলে দিয়েছে। বাংলার সরকার ফ্যাসিস্টের নতুন সংজ্ঞা বের করেছে।’ এর সঙ্গেই ২০১৯ সালে বাংলা সফরের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। তাঁর দাবি , সেই সময় তাঁর গাড়ির সামনে হামলার চেষ্টা করা হয়েছিল। জেপি নাড্ডার গাড়ির সামনেও হামলা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, ‘বাংলায় না যাওয়াই ভালো। গেলে খুন হয়ে যেতে পারেন।’ তবে অমিত শাহের এই দাবিকে ঘিরে বিজেপিকে পালটা বিঁধেছেন তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.