শনিবার প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে ঝাড়খণ্ডে। সকালেই জানা যায়, গুমলা জেলায় বিষ্ণুপুরে একটি সেতু উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। তবে হতাহতের কোনও খবর নেই। রাজ্য পুলিশের শীর্ষ কর্তা শশী রঞ্জন জানিয়েছেন, সেখানে ভোটগ্রহণও ব্যাহত হয়নি।
এদিন রাজ্যে মোট ১৩ টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। এই প্রথমবার ঝাড়খণ্ডে কোনও শরিক না নিয়ে একাই লড়ছে বিজেপি। প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে আছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রামচন্দ্র চন্দ্রবংশী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি রামেশ্বর ওরাওঁ। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটায়। চলবে দুপুর তিনটে পর্যন্ত।
মুখ্যমন্ত্রী রঘুবর দাস এদিন সকালেই নতুন ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, নতুন ঝাড়খণ্ড গড়ে তোলার জন্য ভোট দিন। তিনি টুইটারে লিখেছেন, “আমি প্রথমবারের ভোটারদের উদ্দেশে আবেদন জানাচ্ছি, আপনারা নতুন ঝাড়খণ্ড বানানোর জন্য ভোট দিন। দেশের ঐক্য এবং রাজ্যের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে ভোট দিন।”
প্রথম দফার ভোটে ১২ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। হুসেইনাবাদ কেন্দ্রে নির্দল প্রার্থী বিনোদ সিং-কে তারা সমর্থন করছে। ২০১৪ সালে এই রাজ্যে বিজেপি জিতেছিল ৩৫ টি আসন। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন নামে এক সংগঠনের সঙ্গে জোট বেঁধে তারা সরকার গঠন করে।
এবার ঝাড়খণ্ডে জোট বেঁধেছেন বিরোধীরা। বিজেপির বিরুদ্ধে আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের যৌথ মঞ্চ। প্রথম দফার ভোটে কংগ্রেস প্রার্থী আছেন ছ’টি আসনে। জেএমএম প্রার্থী চারটি আসনে ও আরজেডি প্রার্থী তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিরোধীদের অভিযোগ, ভবনাথপুর ও পাঁকি কেন্দ্রে বিজেপি বিতর্কিত প্রার্থীদের দাঁড় করিয়েছে। ভবনাথপুরে বিজেপির প্রার্থী হয়েছেন ভানুপ্রতাপ শাহি। তিনি ১৩০ কোটি টাকার ওষুধ কেলেংকারিতে অভিযুক্ত। পাঁকির বিজেপি প্রার্থী ধর্ষণ ও খুনে অভিযুক্ত।
রাজ্যের প্রাক্তন কংগ্রেস প্রধান সুখদেও ভগৎ বিজেপিতে যোগ দিয়েছিলেন। প্রথম দফার ভোটে তিনি প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন রাজ্যের বর্তমান কংগ্রেস প্রধান রামেশ্বর ওঁরাও।
৮১ আসনবিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় ভোট হবে মোট পাঁচ দফায়। ভোটগ্রহণ শেষ হবে ২০ ডিসেম্বর। ফলঘোষণা হবে ২৩ ডিসেম্বর।