দিল্লি রওনা হলেন ফারুক-মেহবুবা, রাজধানী আসছেন রবীন্দ্র ও কবীন্দ্র

 বৃহস্পতিবার, ২৪ জুন সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে হবে সর্বদলীয় বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা হয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি। উভয়ে শ্রীনগরের বাসভবন থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন।
এদিনই দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না এবং বিজেপি নেতা ও প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কবীন্দ্র গুপ্তা। জম্মু থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা। উল্লেখ্য, সর্বদলীয় বৈঠকে জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বদলীয় বৈঠকে ফারুক, মেহবুবা মুফতি, রবীন্দ্র ও কবীন্দ্র ছাড়াও বর্ষীয়ান কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ প্রমুখ উপস্থিত থাকতে পারেন। জম্মু-কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পরে এই প্রথম সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.