করোনা ৭ দিন পর PCR টেস্টে ধরা নাও পরতে পারে!আপনাদের,ডাক্তার দের ও সরকার এর এটা জানা উচিত

কারণ শরীরে ঢোকার প্রথম ৭ দিন করোনা গলায় ও মুখের টাগরায় থাকে, আর সেখান থেকেই ডাক্তার রা স্যাম্পেল নেয় ও PCR টেস্ট করে ! ৭ দিন পর ভাইরাস ফুসফুসে যায়! চীন (China) ও জার্মানি (Germany) লক্ষ্য করেছে , ৭ দিন পর ম্যাক্স ক্ষেত্রে PCR টেস্টে করোনা ধরা পরেনা কিন্তু ফুসফুস করোনায় আক্রান্ত! আর ফুসফুসের কম্পিউটার স্ক্যান বা Xray করলে সাদা মেঘের মত ফুসফুস দেখায়! আসলে এন্টিবডি টেস্ট শরীরে ঢোকার ১০ দিন পর করলেই স্পষ্ট করে বোঝা যায়! কিন্তু ২ মাসের পূর্বে জার্মানি তে এন্টিবডি টেস্ট এর কীট বাজার জাত হবেনা! উপমহাদেশে কবে আসবে জানিনা! তবে যেভাবে প্রসব নিয়ে গর্ভধারণ করেছে কিনা টেস্ট করে, এমন টেস্ট কীট আসবে জানুয়ারী ২০২১ এ , করোনা এন্টিবডি টেস্টার (Corona antibody tester) ! ৩ সপ্তাহ পর পর্যাপ্ত এন্টিবডি শরীরে তৈরী হলে, শরীর করোনার বিরুদ্ধে লড়াই করে ও ২১ দিন পর থেকে রোগ কমতে থাকে! অনেকেরই ৩০ দিন পর করোনা সেরে গেছে!

Source – Prof Dr. Christian Drosten, Virus স্পেশালিস্ট , রবার্ট কখ ইনস্টিটিউট, জার্মানি

মৃণাল (Mrinal) , বার্লিন (Berlin)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.