আস্থাভোটে উত্তীর্ণ উদ্ধব ঠাকরে, সরকারের পক্ষে ভোট ১৬৯

আস্থাভোটে উত্তীর্ণ হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে| প্রত্যাশা মতোই উদ্ধব ঠাকরে সরকারের (মহা বিকাশ আগাড়ি জোট) পক্ষে ভোট পড়েছে ১৬৯টি ভোট| মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫| ম্যাজিক ফিগার অতিক্রম করেই ১৬৯টি ভোট পেয়ে জয়ী হয়েছে উদ্ধব ঠাকরে সরকার| শিবসেনা ছাড়াও মহারাষ্ট্র সরকারের পক্ষে ভোট দিয়েছে এনসিপি ও কংগ্রেস| তবে, আস্থাভোট শুরু হওয়ার আগেই বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন|
মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটের প্রস্তাব আনেন কংগ্রেসের অশোক চহ্বাণ| 
এরপর এনসিপি-র নবাব মালিক এবং শিবসেনার সুনীল প্রভু| এই সময় বিরোধী বিধায়করা স্লোগান দিতে থাকেন| শান্ত হওয়ার জন্য বিরোধী বিধায়কদের অনুরোধ করেন প্রোটেম স্পিকার| বিধানসভা থেকে ওয়াকআউট করার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক দেবেন্দ্র ফড়ণবিশ বলেছেন, ‘এই অধিবেশন অসাংবিধানিক এবং অবৈধ| প্রোটেম স্পিকারের নিয়োগও অসাংবিধানিক ছিল| অধিবেশনের কার্যক্রম স্থগিত করার জন্য রাজ্যপালের দ্বারস্থ হব আমরা| সংবিধান অনুসরণ করা উচিত|’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.