ফের আতঙ্ক, করোনার মতো সংক্রামক আরও একটি ভাইরাসের খোঁজ

এই ভাইরাসও ছড়াচ্ছে বাদুড় থেকে। বিজ্ঞানীদের চমকে দিয়ে নয়া ভাইরাসের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। চিনে আবিষ্কার হয়েছে এই ভাইরাসের। কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে ৯৪.৫ শতাংশ মিল রয়েছে এই নতুন ভাইরাসের।

শাডং ফার্স্ট মেডিক্যাল ইউনিভার্সিটি ও শাডং অ্যাকাডেমি অফ মেডিক্যাল সায়েন্সের গবেষকরা বলছেন চিনে আবিষ্কার করা হয়েছে এমন এক ভাইরাস যার সঙ্গে প্রচুর মিল রয়েছে করোনা ভাইরাসের। করোনার মতোই এটি সংক্রামক। এর নাম  RpYN06  ভাইরাস। এর জেনেটিক মেকআপ প্রায় SARS-CoV-2-এর মতোই।

গবেষকরা ২০১৯ সালের মে মাস থেকে ২০২০ সালের নভেম্বর মাস পর্যন্ত একটানা গবেষণা চালিয়েছেন। যে এলাকায় এই গবেষণা চলেছে, যেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, তা পুরোপুরি সুরক্ষিত রাখা হয়েছিল। চিনের ইয়ুনান প্রদেশের ছোট্ট একটি অঞ্চলে গবেষণা চলে বলে সূত্রের খবর। বাদুড়ের ২৩টি প্রজাতির থেকে ৪১১টি নমুনা সংগ্রহ করা হয়।about:blank

সমীক্ষায় দেখা গিয়েছে SARS-CoV-2-এর মতো চারটি ভাইরাস পাওয়া গিয়েছে, যারা অত্যন্ত সংক্রামক। এর মধ্যে RpYN06 ভাইরাসটি সার্স কোভিডের মতো প্রায় একই জেনেটিক মেকআপ সম্বলিত। প্রাথমিক ভাবে RpYN06 ভাইরাসটির সঙ্গে একটাই পার্থক্য মিলেছে মানব শরীরে যে স্পাইক প্রোটিনের সাহায্যে করোনা আক্রমণ করে, তা অনুপস্থিত RpYN06 ভাইরাসটির মধ্যে।

এদিকে, নতুন করে জানা গিয়েছে, করোনার ৭ হাজার ৬৮৪টি মিউটেশন চোখ রাঙাচ্ছে। CSIR-CCMB এর ডিরেক্টর ও সমীক্ষরা সহ লেখক রাকেশ মিশ্র জানিয়েছেন, ৬ হাজার ১৭টি জেনেরোম সিকোয়েন্স পর্যালোচনা করে এই ৭ হাজারেরও বেশি রূপ খুঁজে পাওয়া গিয়েছে। তবে করোনার ৭ হাজারটি ভেরিয়েন্ট গোটা দেশে ছড়িয়ে পড়েছে এমন নয়। ভাইরাস যে আশঙ্কা মতো মিউটেশন করছে এই ঘটনাই তার প্রমাণ।

হায়দরাবাদের CSIR- সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির সমীক্ষা বলছে, কিছু কিছু ক্ষেত্রে আতঙ্কের কারণ রয়েছে।  ইতিমধ্যেই তাঁরা এই মিউটেশন নিয়ে তথ্য জানতে পেরেছেন। গোটা দেশে এখন কত ভেরিয়েন্ট রয়েছে এখন তা বলা শক্ত বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.