চিয়ার্স

হ্যাঁ আপনাকে বলছি। চিয়ার্স! দারুণ সাফল্য। আটকে দিয়েছেন বিজেপিকে। যাই হোক, কাকলি ক্ষেত্রপালকে চেনেন? সদ্য খুন হলেন। রান্না করছিলেন। আততায়ীরা রান্নাঘরে ঢুকে মারে। যাই হোক বিরিয়ানি আর স্টেকটা খান। ঠান্ডা হয়ে যাবে।

খোঁজ নিয়ে জানলাম ২মে নাকি কলকাতা জুড়ে বিরিয়ানির আকাল পরে গেছিল। সবাই নাকি ঢালাও বিরিয়ানি আনিয়েছে উদযাপন করতে। সে তো দারুণ কথা। ‘বর্গি’ ভাগিয়ে ভূমি রক্ষা, তথাকথিত ফ্যাসিবাদ রুখে দেওয়া ইত্যাদির পরে তো Discreet Charm of the Bourgeoisie গোছের উদযাপনই মানায়। হাল্কা লেনিন, হাল্কা গোদার, এক চিমটে নেরুদা আর দু ছিপি অনির্বাণ ভট্টাচার্য। সসেজ আর রেড ওয়াইনের শেষে উদাত্ত কণ্ঠে হাম দেখেঙ্গে! ওহ! লাভলি!

ওলিপাব দারুণ ট্রেন্ড করছে। Marked Safe নাকি! ঠিকই তো। বিফ স্টেক খেতে পারবো কি পারবো না সেটাই তো সবচেয়ে বড় এজেন্ডা ছিল এই নির্বাচনে। কাহে কা কারখানা, কাহে কা এসএসসি, কাহে কা দুটাকার চালচুরি! তারচেয়ে আপনার বৈপ্লবিক স্টেকটি ভোটের উত্তাপে ফ্রাই করা হয়ে গেলে ডিসে নিয়ে ম্যাশড পটেটো আর গ্রিল্ড ভেজিটেবল দিয়ে পরিবেশন করুন! উফ গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা হাম্বা হাম্বা টিক টিক টিক।

নির্বাচনে জেতার পরে শুনলাম, বাংলায় রাম মানে রামমোহন আর বাঙালি আজও রাম মানে ওল্ড মংককেই বোঝে। সে উদার প্রাণে বুঝতেই পারে। খেতেও পারে৷ রাম তো মা কালীর চরণেও রাখা থাকে। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী। ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে। মা কালীর দিব্বি আমরা ভেবেছিলাম উদারতা মানে ওল্ড মংক আর চামুন্ডা দুটোতেই থাকা। গেরুয়া পরে কালীতে থাকলেই দেগে দেওয়া হবে বুঝিনি।

যাক গে! চিয়ার্স কমরেড! ডাউন ডাউন ফ্যাসিজম। লেটস সেলিব্রিট বিফ স্টেক, ভডকা, রাম কোলা ক্যাডবেরি! লেটস সেলিব্রিট এসি ঘরে স্ট্যালিন কপচানো। নিকারাগুয়ার মুদ্রাস্ফীতি আর হন্ডুরাসে হাহাকার। শোনা যায় বিপ্লবের আরেক নাম মাধবীলতা আর অনিমেষ সো লেটস সেলিব্রেট। হিক হিক হুররে! বিজেপিকে আটকে দেওয়া গেছে, আটকে দেওয়া গেছে।

তৃণমূল পেয়েছে ২কোটি ৮৭লাখ মানুষের ভোট, বিজেপি পেয়েছে ২কোটি ২৮লাখ মানুষের ভোট। আটকে দেওয়া গেছে, আটকে দেওয়া গেছে। বিজেপির ছিল তিনটে বিধায়ক এখন হলো ৭৭টা বিধায়ক। আটকে দেওয়া গেছে, আটকে দেওয়া গেছে। দশ বছর আগে একটা গোটা বিধানসভায় একটা আরএসএস এর শাখা পাওয়া যেত এখন প্রতি পাড়ায় একটা করে আরএসএস এর শাখা গজিয়ে উঠেছে। আটকে দেওয়া গেছে, আটকে দেওয়া গেছে। ১৮টা সাংসদ বাংলা থেকে হঠাৎ করে বিজেপি পেল। বিজেপির ‘বিষবৃক্ষ’ আটকে দেওয়া গেছে, আটকে দেওয়া গেছে।

আপনার স্টেক, ওয়াইন, চমৎকার নরম ফরাসি চিজ খাওয়ার মাঝে আপনি অবশ্যই আটকে দিয়েছেন কিছু মানুষের ভাত খাওয়া। মাটিতে বসে সামান্য ডাল-ভাত। অশীতিপর বৃদ্ধার কপাল ফাটছে, রক্ত এসে পরছে থালায়, ভাত ডালে মাখামাখি হচ্ছে রক্ত। চিয়ার্স!

‘‘হম দেখেঙ্গে, লাজ়িম হ্যায় কে হম ভি দেখেঙ্গে..। দেখছেন বটে চুপ করে। বাড়ির পর বাড়ি ভাঙা হচ্ছে, দাউদাউ করে দোকান জ্বলছে, পার্টি অফিস জ্বলছে, লাশ পরছে, ভাতের থালা উলটে দেওয়া হচ্ছে। দেখছেন বটে। দেখছেন বটে।

আপনার উদ্দাম বৈপ্লবিক নৃত্য, কলরব আর স্লোগানে স্লোগানে ঢাকা পরে যায় এই আর্তনাদগুলো তাই না? আপনার সৌখিন গ্রামাফোনে ঢাকা পরে যায় তাই না ঘেমো শরীর, খাটো ধুতি, তুলশী কাঠের মালা, মিলের সস্তার শাড়ি, সন্ধ্যাবাতি, শাঁখের আওয়াজ, বোমার শব্দ? কী অদ্ভুত নিরবতা পালন করছেন বলুন! ফ্যাসিবাদের বিরুদ্ধে উদযাপন চলছে আজ রাতেও? ওলিপাব, ভডকা, জিন, শেরি, শ্যাম্পেন, রাম!

গণতন্ত্র বিরোধীদেরও হয় আপনারাই বলেন! আপনারাই তো সংবিধান কপচান, গলার কাছে দলা পাকান নিদ্রিত ভারত জাগলে! কমরেড আপনারা নিক্তিতে মাপুন কত শতাংশ লিবারেল হতে পারলেন। তারপর উদযাপন হোক। সাদা বোন চায়নার প্লেটে স্টেক আসুক নেমে, পাশে আলুমাখা, মাখন, সৌখিন সবজি থাক। পাশে দারুণ সুন্দর কাঁচের গ্লাসে স্কচ বা রাম, বিরিয়ানি থাক পাতে। শুধু দেখে নেবেন সুদূর গ্রাম বাংলার জমাট রক্ত না প্লেটে এসে পরে। বিরিয়ানির সাথে না মিশে যায় বৃদ্ধার মাথা ফাটিয়ে দেওয়ার পরে দলা পাকানো রক্ত, স্টেকে না মিশে যায় বিরোধীর রক্ত-ঘাম-ভয়! রক্তমাখা বিরিয়ানি আর স্টেকের স্বাদ কেমন কমরেড? একি বোবা হয়ে গেলেন? Olypub is safe !!

©—- ময়ূখ রঞ্জন ঘোষ


Picture: তুফানগঞ্জ, কোচবিহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.