আম্বালার আকাশে একাধিক সামরিক কৌশলে উড়ে চলেছে রাফাল যুদ্ধবিমান। কখনো খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে তো কখনো সুউচ্চ আকাশে মিলিয়ে যাচ্ছে রাফাল। ৪.৫ প্রজন্মের জেট শ্রেণীর এই যুদ্ধবিমানের গর্জনে মোহিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।গোটা অনুষ্ঠান তাড়িয়ে উপভোগ করছেন অন্যান্য সামরিক কর্তারা।আকাশপথে রাফালকে সুযোগ্য সঙ্গী দিয়েছে তেজাস এবং জাগুয়ার যুদ্ধবিমান। বিভিন্ন পরিস্থিতিতে এবং ভিন্ন উচ্চতায় রাফাল যে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেটাই এদিন পরিলক্ষিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে।মূলত ফরাসি সরকারের উদ্যোগ এই অত্যাধুনিক যুদ্ধবিমান ভারতের হাতে এসেছে। রাফালের গড়িমাকে আরো গৌরবান্বিত করতে বাজানো হয় হিন্দি দেশাত্মবোধক গান। এর আগে আম্বালার বায়ুসেনা বিমান ঘাঁটিতে এদিন সর্বধর্ম পুজোর আয়োজন করা হয়। বায়ুসেনা এবং রাফালের মঙ্গলার্থে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।Read More →