ভারতীয় নৌসেনায় যোগ দিল স্বদেশী যুদ্ধ জাহাজ ‘মোরমুগাও’, নিমেষে ধ্বংস করবে শত্রু সাবমেরিন
2022-12-18
এবার ভারতের মাটিতেই তৈরি হচ্ছে যুদ্ধ জাহাজ। এই জাহাজ তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। এই যুদ্ধ জাহাজের নাম ‘মোরমুগাও’ বলে জাজ গেছে। উল্লেখ্য, এই যুদ্ধ জাহাজ বিভিন্ন বিধ্বংসী ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম এবং একইসঙ্গে ধ্বংস করে দিতে পারে শক্তিশালী সাবমেরিনও। চিন নিজের গুপ্তচর জাহাজ ভারত মহাসাগরে পাঠানোর পর থেকে ভারত ওRead More →