‘উপদ্রুত জেলার সংখ্যা মাত্র তিন! দ্রুত কমছে প্রভাব’, শাহের দাবি, এ বার হবে মাওবাদী মুক্ত ভারত
2025-10-15
ভারতে মাওবাদী উপদ্রুত জেলার সংখ্যা এখন মাত্র তিন! বুধবার এই দাবি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন, তা পূরণ হওয়া এখন সময়ের অপেক্ষা বলেই নর্থ ব্লকের দাবি। উল্লসিত শাহ সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘এটি এক ঐতিহাসিক সাফল্য।’’ তিনিRead More →

