আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার উত্তরাখন্ডের উধমসিং নগর জেলার রুদ্রপুরে দ্বিতীয় জনসভা করেন। নৈনিতাল-উধমসিং নগর লোকসভা আসনে বিজেপির প্রার্থী অজয় ভট্টের সাথে কংগ্রেসে হরিশ রাওয়াত এর সোজাসুজি মোকাবিলা। জনসভার প্রথমেই প্রধানমন্ত্রী উধম সিং প্রণাম জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যেই মাটিতে গুরুনানক এর পা পড়েছিল সেই মাটিকেRead More →