ইসলামি ও বিদেশি শক্তির উস্কানিতে নাগরিকত্ব বিল-বিরোধী আন্দোলন
2019-03-19
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ২০১৬ নিয়ে উত্তর-পূর্ব ভারতে জনগণের একাংশের অসন্তোষ ছিলই, থাকবেও, কিন্তু এখন প্রতিবাদ-আন্দোলন যেন একটা মাত্রাছাড়া রূপ নিচ্ছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির মতে, কিছু ইসলামি সংস্থা নিতান্ত উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই বিলের বিরোধিতায় তৎপর হয়েছে, তারাই প্রতিবাদী শক্তিগুলিকে টাকা কড়ি দিয়ে সাহায্য করছে এবং উস্কে দিচ্ছে । ওই সব সংস্থাতেRead More →