Nature Index 2024: দেশের সেরা বিজ্ঞানমনষ্ক শহর কলকাতা!
2024-12-04
বছর শেষে তিলোত্তমা মুকুটে নয়া পালক। নেচার ইনডেক্সে বিজ্ঞানমনষ্কায় দেশের সেরা শহর কলকাতাই! বিশ্বের নিরিখে এই শহরে ৮৪তম স্থানে। এক্স হ্যান্ডেল পোস্টে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে ব্রাত্য় লিখেছেন, ‘উচ্চশিক্ষা ও গবেষণায় উন্নতিতে মুখ্যমন্ত্রী লাগাতায় প্রচেষ্টায় নিজের মুকুটে আরও একটি পালক জুড়লেন মুখ্যমন্ত্রী। বিজ্ঞান চর্চা ও গবেষণা বাংলারRead More →