Yaas LIVE Update: ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের কন্ট্রোলরুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সমুদ্রের মধ্যে ক্রমশ শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী কয়েক ঘণ্টার মধ্যে শক্তি সঞ্চয় করে তা পরিণত হবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে ঢুকবে ইয়াস। দুর্যোগ মোকাবিলায় পশ্চিমবঙ্গ, ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে তৈরি রয়েছে NDRF। এছাড়া তামিলনাড়ু ও পণ্ডিচেরিতেও জারি হয়েছে সতর্কতা।

বিকেল ৫টা ৩০: উত্তর-উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ওডিশা উপকূলের ধামরা বন্দরের আরোও কাছে ইয়াস।

বিকেল ৪টে ৩০: নবান্নের কন্ট্রোলরুমে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাতে সেখানেই থাকবেন। নিজেই সমস্ত কিছু তদারকি করবেন।

বিকেল ৪টে ২০: মঙ্গলবার বিকেল থেকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর গতি তীব্র থেকে তীব্রতর হতে শুরু করবে।

বিকেল ৪ টে: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় রাতে নবান্নের কন্ট্রোলরুমে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন তিনি।

বেলা ৩টে ৩০: ওডিশা উপকূল থেকে ৮১ হাজার ৬৬১ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বেলা ৩ টে: বিকেল ৪টে ৩০ এ কলকাতার আলিপুর আবহাওয়া দফতরে পরিদর্শনে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখর।

বেলা ১টা ৪০: ওডিশার ভদ্রক জেলার ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’।ওডিশার চার জেলা কেন্দারাপাড়া, ভদ্রক, জগৎসিংহপুর এবং বালাসোর জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে।

বেলা ১টা ৩৫: ওডিশায় ৫২ এনডিআরএফ দল, পশ্চিমবঙ্গে ৪৫ এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে।

বেলা ১টা ৩০: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বুধবার ভোরে ওডিশার ভদ্রক জেলার ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল করবে, জানাল আবহাওয়া দফতর|

বেলা ১টা ২০: বঙ্গীয় উপকূলের ত্রাণকার্যে নেতৃত্ব দিচ্ছে আইএনএস নেতাজি সুভাষ। ভারতীয় নৌ-বাহিনী রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে কাজ শুরু করে দিয়েছে।

বেলা ১ টা: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ২৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে।

বেলা ১২:৫০: দিঘায় সমুদ্র ক্রমশ উত্তাল হচ্ছে। উপুকুলবর্তী এলাকার মানুষদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।

বেলা ১২.৩০: সমুদ্র ক্রমশ উত্তাল হচ্ছে পারাদ্বীপে। উদ্ধারকাজ চালাতে তৈরি নৌসেনা।

বেলা ১২টা: দিঘায় ২ থেকে ৪ মিটার পর্যন্ত জলচ্ছ্বাসের আশঙ্কা।

সকাল ১১.৫০: কটক, খুরদা, ময়ুরভঞ্জ, জয়পুরে জারি অরেঞ্জ অ্যালার্ট।

সকাল ১১.৪৫: পারাদ্বীপ বন্দর এলাকায় বিপদের সতর্কতা জারি

সকাল ১১.৩০: কেন্দ্রপাড়া, ভদ্রক, জগৎসিংহপুর ও বালাসোরে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি রেড অ্যালার্ট।

সকাল ১১.০০: সাইক্লোনের গতিপথের বাইরে কলকাতা। ৭০ থেকে ৮০ কিলোমিটার ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।

সকাল ১০.৪০: ২৭ থেকে ৩০ মে পর্যন্ত বিহারে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

সকাল ১০.২০: পরিস্থিতি সামাল দিতে তৈরি Reliance Jio, Bharti Airtel and Vodafone Idea-এর মতো টেলিকম সংস্থাগুলি। দুর্যোগের ফলে যাতে ন্যূনতম ক্ষতি হয়, তার চেষ্টা চলছে।

সকাল ১০.১৫: দিঘায় শুরু প্রবল বৃষ্টি। পশ্চিমবঙ্গে আরও বাহিনী পাঠাল NDRF

সকাল ১০.০০: দুর্গতদের সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ ও ওডিশার কংগ্রেস কর্মকর্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তৈরি থাকতে বললেন রাহুল গান্ধী।

CycloneYaas is moving towards Bengal and Odisha from the Bay of Bengal.

I appeal to Congress workers to provide all assistance ensuring safety of those affected.

Please follow all precautionary measures. pic.twitter.com/UaGi9PkcT2

— Rahul Gandhi (@RahulGandhi) May 25, 2021

সকাল ৯.২০: চাঁদিপুরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। দিঘাতেও শুরু হয়েছে জলচ্ছ্বাস। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেছেন, ঘূর্ণিঝড়ের সঙ্গে মোকাবিলা করতে তৈরি রাজ্য সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠতে এ কথা জানিয়েছেন তিনি।

সকাল ৯.০০: ইয়াস মোকাবিলায় পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে NDRF এর ৩৫টি টিম। এছাড়া তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও আন্দামানেও গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কয়েকটি টিম পাঠানো হয়েছে ঝাড়খণ্ডেও। কারণ জামশেদপুর ও রাঁচি রয়েছে সাইক্লোনের পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.