বাংলায় সংক্রমণ বাড়লেও, কমছে মৃত্যু হার : স্বাস্থ্য দফতর

কলকাতা: প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা৷ পাশাপাশি বাড়ছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷ ফলে পুজোর মুখে বাড়ছে উদ্বেগ৷ তবে স্বস্তির খবর রাজ্যে মৃত্যু হার কমেছে৷ এমনটাই পরিসংখ্যান দিয়ে দাবি করেছে স্বাস্থ্য দফতর৷

৪ অক্টোবর, ২০২০ রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে কোভিড-১৯ এ একদিনে মৃত্যু হয়েছে ৬২ জনের৷ মোট মৃতের সংখ্যা ৫ হাজার ১৯৪ জন৷ তার ফলে মৃতের হার কমে দাঁড়াল ১.৯২ শতাংশ৷ এর আগে এই সংখ্যাটা ছিল ১.৯৩ শতাংশ৷
অন্যদিকে রাজ্যে রবিবার সুস্থ হয়ে উঠেছেন ২,৯৮৬ জন৷ শনিবার ছিল ৩,০১৩ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লক্ষ ৩৭ হাজার ৬৯৮ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৯৩ শতাংশ৷

তবে শেষ তথ্য অনুযায়ী একদিনে নতুন আক্রান্ত ৩,৩৫৭ জন৷ শনিবার ছিল ৩,৩৪০ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৭০ হাজার ৩৩১ জন৷

এছাড়া রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে৷ সংখ্যাটা বাড়তে বাড়তে ফের সাড়ে সাতাশ হাজারের কাছাকাছি৷ এক সময় কমতে কমতে ২৩ হাজারের একটু বেশি ছিল৷ একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়েছে ৩০৯ জন৷ তথ্য অনুযায়ী, ২৭ হাজার ৪৩৯ জন৷

হোম আইসোলেশনে রয়েছেন মাত্র ১৯ হাজার ৪২১ জন৷ সেফ হোমে ১ হাজার ৩৩৭ জন৷ আর হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৬৮১ জন৷

রাজ্যে ২০০ টি সেফ হোম রয়েছে৷ সেখানে বেড সংখ্যা ১১ হাজার ৫০৭ টি৷ বর্তমানে সেখানে ১,৩৩৭ জন রয়েছেন৷ এছাড়া হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৮০ হাজার ৪৭১ জন৷ বাংলায় সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২ টি৷ সেখানে বর্তমানে ২ হাজার ৪২৬ জন রয়েছেন৷

সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে এই পর্যন্ত ছাড়া পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৭৫৭ জন৷ আর হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৬ লক্ষ ৪৬ হাজার ৮২৭ জন৷

বাংলায় একদিনে ৪২ হাজার ১৬২ টি নমুনা টেস্ট হয়েছে৷ শনিবার ছিল ৪১ হাজার ১২৮ টি৷ তবে এই মূহুর্তে মোট টেস্টের সংখ্যা প্রায় ৩৪ লক্ষ৷ তথ্য অনুযায়ী ৩৩ লক্ষ ৯৭ হাজার ৯৮৮ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৩৭,৭৫৫ জন৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৮৭টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৮ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

বাংলায় ৯২ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৩৭ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৭১৫ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,২৪৩টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.