রাজ্যসভা থেকে সাসপেন্ডেড ডেরেক ও’ব্রায়েন। বাকি শীতকালীন অধিবেশনের জন্য তৃণমূল কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান। অভিযোগ, নির্বাচনী সংস্কার বিল নিয়ে বিতর্কের সময় রুল বুক ছুড়ে ফেলে দেন তিনি।
নির্বাচনী সংস্কার বিল নিয়ে মঙ্গলবার রাজ্যসভা উত্তাল হয়। বিরোধীরা হট্টগোল শুরু করেন। বিক্ষোভ দেখান। এরপর ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা। অভিযোগে, আলোচনার মাঝে রুলবুক ছুড়ে ফেলে দেন ডেরেক ও’ব্রায়েন। এরপর তাঁকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান। এরপর টুইটারে ডেরেক লেখেন, “শেষবার আমি রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলাম যখন সরকার কৃষি আইন চাপিয়ে দিতে চাইছিল। আমরা সবাই দেখেছি এর ফলাফল কী হয়েছে। এবার সাসপেন্ড হলাম যখন বিজেপি সংসদ নিয়ে মজা করছে এবং নির্বাচনী আইনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আশ করছি এই বিলও শীঘ্রই বাতিল করতে হবে।”
উল্লেখ্য, ভূপেন্দ্র যাদব এবং পীযূষ গোয়েল রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভার অধিবেশন চলাকালীন রুল বুক ছুড়ে মারার ঘটনায় তীব্র আপত্তি তুলেছেন।