ভাই সৌমেন্দু অধিকারীকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কাঁথি থানার পুলিশ। এই নিয়ে এবার মমতা সরকারকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি বলেন, ‘অধিকারী পরিবার ব্রিটিশ পুলিশকে ভয় পায়নি, এই এলিতেলিদের কে ভয় করে? ’
নন্দীগ্রামের মনিকাপুরে শুভেন্দুবাবু বলেন, ‘১০ ঘণ্টা কেন? ২০০ ঘণ্টাও রাখতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ওর কিচ্ছু করতে পারবেন না। ওরা বেআইনি কাজ করছে। আমি বহুত শক্ত জিনিস আছি। কোর্ট খুলতে দিন। মুখে কেমন আলকাতরা মাখাব দেখবেন। হাইকোর্টে দাঁড়ি এজি বলেছেন, ২ ঘণ্টার বেশি জেরা করা যাবে না। সেখানে ১০ ঘণ্টা থানায় রেখেছে।’
শুভেন্দু আরও বলেন, ‘ওর বাড়িতে কেউ স্বাধীনতা সংগ্রামী ছিল না কি? আমার বাড়ির বিপিন অধিকারী ৮ বছর ব্রিটিশের জেলে ছিলেন। ব্রিটিশ পুলিশকে মাধবশঙ্গিবাড়ের অধিকারীরা ভয় করেনি। ব্রিটিশ পুলিশ ৩ বার আমাদের বাড়ি জ্বালিয়েছে। ব্রিটিশ পুলিশকে ভয় করিনি আর এই এলিতেলিদের কে ভয় করে? ’