রাজ্যপাল এলে বাঁধতে পারে অশান্তি, সমাবর্তনে স্থগিতাদেশ যাদবপুরে

বাবুল সুপ্রিয় কাণ্ডের পর থেকে কিছুতেই যেন যাদবপুর বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্যপাল জগদীপ ধনকরের। এবার রাজ্যপালের উপস্থিতিতে অশান্তির আশঙ্কায় বিশেষ সমাবর্তনে স্থগিতাদেশ দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী মঙ্গলবার যাদবপুরে রাজ্যপাল এলে পড়ুয়া আগে থেকেই বিক্ষোভের হুমকি দিয়ে রেখেছিল একাধিক ছাত্র সংগঠন।

বিশ্ববিদ্যালয়ের বাকি কাজ বন্ধ থাকলেও তারপরই তড়িঘড়ি শনিবারই ডাকা কর্মসমিতির বৈঠক। আজকের বৈঠকেই ২৪শে ডিসেম্বরেরে বিশেষ সমাবর্তনে স্থগিতাদেশ দেয় কর্তৃপক্ষ। বিশেষ সমাবর্তনে সাধারণ বিভিন্ন পুরষ্কার ও একাধিক সম্মাননা তুলে দেওয়া হয় বিশিষ্টজনেদের হাতে। সেটাই এই এদিন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ছাত্রছাত্রীদের জন্য সাধারণ সমাবর্তন অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের কোর্ট।

কয়েক মাস আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র ক্যাম্পাসে প্রবেশকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর। বাবুল সুপ্রিয়কে উদ্ধারে এসে তুমুল ছাত্র বিক্ষোভের মদ্যে পড়েন স্বয়ং রাজ্যপাল ধনকর। তারপর যাদবপুর ইস্যুতে একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে বাগ বিতণ্ডাতেও জড়াতে দেখা গেছে রাজ্যপাল। এমনকি কয়েকমাস আগে ডিলিট ও ডিএসসি প্রাপকদের নাম নির্বাচন করাকে ঘিরেও যাদবপুরের শিক্ষকদের সঙ্গে বিরোধ বাঁধে রাজ্যপালের। তারপর থেকেই রাজ্য পালের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে যাদবপুরের পড়ুয়ারা। একই সাথে সেই ক্ষোভের আগুনে আরও ঘি ঢেলেছে বিজেপি সরকারের নয়া নাগরিকত্ব সংশোধন বিরোধী আইন। সম্প্রতি সমাবর্তনে রাজ্যপালের উপস্থিতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দেওয়া একটি চিঠিতে ধনকরকে ‘দাঙ্গাবাজের দালাল ’ বলেও উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.