Lok Sabha Elections 2019 : বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরে যে যে কেন্দ্র নজরে থাকবে

রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে ম্যারাথন বৈঠকের পরে প্রথম দফায় বেশ কিছু প্রার্থীর নাম ঘোষিত হয়েছে ৷ একগুচ্ছ প্রার্থীর নাম ঘোষণার পরে যে যে আসন গুলি নজরে আসতে চলেছে সেগুলি হল ৷

কলকাতা উত্তর এই কেন্দ্র থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার সঙ্গে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে ৷

বিষ্ণুপুর আসন থেকে গতবার (২০১৪ লোকসভা নির্বাচন) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে ৷ জয়ীও হয়েছিলেন সৌমিত্র খাঁ, এবার তিনি বিজেপিতে ৷ তৃণমূলের শ্যামল সাঁতরা বিরুদ্ধে লড়বেন তিনি ৷ এই কারণেই কেন্দ্রটিও বিশেষ নজরে রয়েছে ৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার দাঁড়াচ্ছেন মেদিনীপুর আসন থেকে ২০১৬ বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া আসন থেকে পরাজিত করেছিলেন টানা ৭ বারের বিধায়ক চাচা সোহমপাল সিং-কে ৷ গতবার (২০১৪ লোকসভা নির্বাচনে) মেদিনীপুর আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূলের সন্ধ্যা রায় ৷ এবার দিলীপ ঘোষ মুখোমুখি হতে চলেছেন বর্ষীয়ান রাজনীতিক তৃণমূলের মানস ভুঁইয়ার সঙ্গে ৷

বীরভূম কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল ৷ তিনি লড়বেন তৃণমূলের ২ বারের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে ৷ তাই এই কেন্দ্রটিও থাকবে নজরে ৷

বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় এবার লড়বেন আসানসোল থেকে গতবার তিনি পরাজিত করেছিলেন তৃণমূলের দোলা সেনকে ৷ এই বার বাবুল সুপ্রিয় মুখোমুখি হচ্ছেন তৃণমূলের আরও এক তারকা প্রার্থী মুনমুন সেনের বিরুদ্ধে ৷ গতবার এই কেন্দ্র থেকেই নির্বাচিত হয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ ২০১৪ লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন মুনমুন সেন ৷ পরাজিত করেছিলেন হেভিওয়েট বামপ্রার্থী বাসুদেব আচারিয়াকে ৷ তাই এইবারও এই কেন্দ্রটিকে রাখা হচ্ছে বিশেষ নজরে ৷

মালদহের হবিবপুরের বিধায়ক খগেন মুর্ম এবার বিজেপির প্রার্থী গতবার (২০১৬ বিধানসভা নির্বাচনে) তিনি মালদহ উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁকে লড়তে হবে তৃণমূলের মোসম বেনজির নূর ও কংগ্রেসের ঈশা খান চৌধুরীর বিরুদ্ধে ৷

শমীক ভট্টাচার্য তিনি রাজ্যে প্রথম বিজেপি বিধায়ক ৷ ২০১৬ বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন ৷ ২০১৯ লোকসভা নির্বাচনে তিনি দমদম থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁকে লড়তে তবে তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা ২ বারের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.