এবার কি তবে সত্যিই আলোর দিশা দেখতে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থী? মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিলেন তিনি৷ জানালেন, জুনের মধ্যে জট কাটানোর ব্যাপারে তিনি ইতিবাচক।

তবে কিছু মামলা কোর্টে ঝুলে থাকায় নিয়োগে বিলম্ব ৷ সেই সব ক্ষেত্রে আদালতের কাছে আবেদন করার কথাও জানান শিক্ষামন্ত্রী ৷ তবে জুনের মধ্যে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার ব্যাপারে আশাবাদী পার্থ ৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমি ভোটের আগেই বলেছিলাম নিয়োগ যা বাকি আছে তা আমরা দ্রুত মিটিয়ে ফেলব৷ এসএসসি শিক্ষক নিয়োগের বকেয়া যা কাজ আছে তা তাড়াতাড়িই শেষ করে ফেলা হবে৷”

এসএসসি-কে সেই ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতেও নির্দেশ দিয়েছেন তিনি৷ শুধু তা-ই নয়, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে এত দিন লাগছে কেন, তাই নিয়েও এ দিন এসএসসির চেয়ারম্যানকে প্রকাশ্যেই ধমক দেন শিক্ষামন্ত্রী৷ সরাসরি প্রশ্ন করেন, “শিক্ষক নিয়োগে এত দেরি হচ্ছে কেন?”

সেই সঙ্গেই এ দিন শিক্ষামন্ত্রী বৈঠকে জানান, উচ্চমাধ্যমিকের ওয়ার্ক এডুকেশন ও শারীরশিক্ষা বিভাগের শিক্ষক নিয়োগের তালিকাও প্রস্তুত রয়েছে৷ খুব তাড়াতাড়ি নিয়োগের বাকি কাজও শুরু হবে ৷

তবে বেশ কয়েক বছর ধরেই এই রাজ্যে প্রাইমারি হোক বা এসএসসি, শিক্ষকতার চাকরি মানেই যেন অনিশ্চয়তা। গত কয়েক বছরে পরিস্থিতি এতটাই খারাপ হয়, যে বাধ্য হয়ে লোকসভা নির্বাচনের আগে এসএসসি চাকরিপ্রার্থীদের অনশনে বসতে হয় প্রেস ক্লাবের সামনে। ২৮ দিনের অনশনের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে প্রতিশ্রুতি দেন, ভোট মিটলে তিনি ব্যবস্থা নেবেন।

তাঁর কথা অনুযায়ীই, নির্বাচনী প্রক্রিয়া শেষ হতেই পরিস্থিতি স্বাভাবিক করতে উঠে পড়ে লাগলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানালেন আগামী ১ মাসের মধ্যে অর্থাৎ জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

তার আগে সোমবার রাতেই তিনি ফেসবুক পোস্ট দিয়ে নেটিজেনদের জিজ্ঞেস করেন, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ আনতে আর কী কী করা উচিত তাঁর। সেখানেই অনেকে কমেন্ট করে জানান শিক্ষক নিয়োগের পদ্ধতিতে দ্রুততা আনার কথা। এর পরেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায় জানান, এসএসসি শিক্ষক নিয়োগের বকেয়া যা বাকি রয়েছে তাড়াতাড়ি তা শেষ করে ফেলা হবে।

পাশাপাশি পার্থ এ-ও জানান, আদালতে যে সমস্ত মামলা ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার যাতে দ্রুত নিষ্পত্তি হয়, তার জন্যও আদালতে আবেদন করা হবে বলে জানান তিনি। এই সমস্ত বাধা নিষেধ কাটিয়ে পরবর্তী মাসের মধ্যেই শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানান তিনি৷

সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর আশার আলো দেখছেন চাকরির অপেক্ষায় থাকা কয়েক হাজার হবু শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.