রামনবমী উপলক্ষ্যে আরামবাগে বিজেপির পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। আরামবাগ বয়েজ স্কুলের মাঠ থেকে ও গৌরহাটি মোড়, আরামবাগ বাসুদেবপুর হয়ে আরামবাগ হাসপাতাল মোড়ে গিয়ে শোভাযাত্রা শেষে হয়। বিজেপির সকল স্তরের কর্মী সহ প্রায় হাজার দুয়েক কর্মী-সমর্থক এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এই রামনবমী শোভাযাত্রাতে হাজির ছিলেন বিজেপির আরামবাগ লোকসভার প্রার্থী তপন রায়, রাজ্য ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণা ভট্টাচার্য, আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ, রাজ্য কমিটির সদস্য অসিত কুন্ডু,আরামবাগ যুব মোর্চার সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ, বিজেপি নেতা সুমন তিওয়ারী ও তুষার কর্মকার ছাড়া আরোও অনেকে।
রামনবমী উপলক্ষ্যে বিজেপির শোভাযাত্রাকে ঘিরে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মত। প্রশাসনের পক্ষ থেকে এই শোভাযাত্রার চারিদিকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল। বিজেপির রাজ্য ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণা ভট্টাচার্য এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করে বলেন, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে দুষ্ট জনেরা সারা বাংলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সন্ত্রাস করে বেড়াচ্ছে তাদের যাতে সুমতি হয়। রামনবমী উপলক্ষ্যে অশান্তির বাতাবরণের সম্ভাবনার কথা সাধারণ মানুষকে চিন্তায় ফেললেও আরামবাগে শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয় রামনবমীর অনুষ্ঠান।