রামনবমী উদযাপিত হল তমলুকে। তমলুকের নিমতলা মোড়ের কাছে ইমারত ভাটাতে শ্রী রামের পুজো দিয়ে শুরু হয় এই উৎসবের। শ্রী রামের বিশাল মূর্তি পূজা করা হয় এই মণ্ডপে। পূজা শুরুর পর বর্ণাঢ্য র্যালি শুরু হয়। নিমতলা থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় মানিকতলা জেলখানা মোড় হয়ে তমলুক শহর পরিক্রমা করে এই র্যালি। র্যালির শেষ হয় পূজা মন্ডপে এসে। অগণিত মানুষ এতে অংশগ্রহণ করে। র্যালির শেষে সমস্ত ভক্তদের খাওয়ার ব্যবস্থা ছিল এই পূজা মন্ডপ প্রাঙ্গণে। বিকেলে ছিল ধর্ম সভার আয়োজন। বিভিন্ন বক্তা এই সভায় হিন্দু ধর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।
2019-04-14