ফাইজারের মতো কমবয়সীদের টিকা দেওয়ার অনুমোদন পেল আরও এক মার্কিন ফার্মা জায়ান্ট মোডার্না। ১২ বছরের ঊর্ধ্বে টিকা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন জমা করেছিল মোডার্না। এতদিনে ছাড়পত্র দিল ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)।
সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য ডোজের যে মাত্রা ঠিক করা হয়েছে তাই দেওয়া যাবে ১২ থেকে ১৭ বছর বয়সীদের। চার সপ্তাহের ব্যবধানে টিকার দুটি ডোজ দেওয়া হবে। কিশোর, কিশোরীদের শরীরে টিকার ডোজের প্রভাব কেমন হবে সে নিয়ে বহুবার ট্রায়াল করে দেখা হয়েছে। ৩ হাজার ৭৩২ জনের ওপরে পরীক্ষামূলক প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোডার্না ভ্যাকসিন ভারতে নিয়ে আসার কথাবার্তাও চলছে। জানা গেছে, সিঙ্গল শট ভ্যাকসিনও তৈরি করেছে মোডার্না। এই ভ্যাকসিন ভারতের বাজারে আনতে সিপলা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে কথাবার্তা চলছে। তাদের তৈরি সিঙ্গল শট ভ্যাকসিনের উৎপাদন ও বিতরণ করতে পারে সিপলা।
অন্যদিকে, মার্কিন ফার্মা জায়ান্টের সঙ্গে কথাবার্তা শুরু করেছে টাটার হেলথকেয়ার গ্রুপ। সূত্র মারফৎ জানা গিয়েছে, টাটা গোষ্ঠীর সঙ্গে চুক্তি হলে কম দামে দেশের বাজারে মোডার্নার টিকার বন্টন হতে পারে। মোডার্নার টিকার ট্রায়ালের জন্য ‘কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর)-এর সঙ্গে জোট বাঁধছে টাটার হেথকেয়ার গ্রুপ। দুই সংস্থার যৌথ উদ্যোগে টিকার ক্লিনিকাল ট্রায়াল হতে পারে দেশে। তবে টাটা গ্রুপ ও মোডার্নার তরফে এখনও এই বিষয়ে খোলাখুলি কিছু জানানো হয়নি।
কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রবল হয়েছে দেশে। সেই সঙ্গেই ভ্যাকসিনের ভাঁড়ারও ফুরিয়ে আসছে। তাই তড়ঘড়ি রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। সরকারি সূত্রে জানা গিয়েছে, সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে টিকাকরণে গতি আনাই লক্ষ্য। আর টিকাকরণে গতি আনতে হলে একটি বা দুটি ভ্যাকসিনে চলবে না, একাধিক ভ্যাকসিনের প্রয়োগ শুরু করতে হবে। দেশীয় সংস্থার তৈরি ভ্যাকসিনের পাশাপাশি বিদেশি ভ্যাকসিনেও ছাড় দেওয়ার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, অগস্ট মাস থেকে একাধিক সংস্থার ভ্যাকসিন চলে আসবে দেশের বাজারে। মোট ১৩৫ কোটি ভ্যাকসিন থাকবে দেশের সংগ্রহে। এখন মোডার্নার ভ্যাকসিন দেশের বাজারে আসে কিনা সেটাই দেখার।