চাপে পড়ে শেষে পর্যন্ত এসএসসির অনশনকারীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে তৃণমূলের লোকসভা ভোটের ইশতেহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি আচমকাই বলেন, কলকাতা প্রেসক্লাবের সামনে অনশনরতদের কাছে যাবেন। সেখানে গিয়ে অনশনকারীদের মমতা বলেন, এখন নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি হয়ে গিয়েছে। তাই কোনও প্রতিশ্রুতি দিতে পারবেন না। তবে আশ্বাস দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, গোটা ব্যাপারটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে রাজ্য সরকার।

প্রসঙ্গত, গত ২৭ দিন ধরে কলকাতার প্রেস ক্লাবের কাছে এসএসসি পরীক্ষার্থীরা চাকরির দাবিতে অনশন করছেন। প্রায় শতাধিক যুবক-যুবতীরা এখানে অনশন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে কংগ্রেস, সিপিএম, বিজেপির মত বিরোধী রাজনৈতিক দলগুলি দাঁড়িয়েছে। তেমনি রাজ্যের বুদ্ধিজিবীদের একাংশ সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষের মতো বিশিষ্টজনেরাও তাদের সমর্থন জানিয়েছিল প্রকাশ্যে। তারপর থেকেই চাপ তৈরি হচ্ছিল মুখ্যমন্ত্রী তথা তার সরকারের ওপর। এসএসসির অনশনের বিরূপ প্রভাব লোকসভা ভোটের পড়তে পারে। এমন আশঙ্কা থেকেই এদিন ধর্না অবস্থানে যান মুখ্যমন্ত্রী, এমনটাই মত রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী মিনিট দশেক থাকার পর সেখান থেকে রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.