ভাটপাড়া উপনির্বাচনে প্রার্থী হিসাবে মদন মিত্রের নাম ঘোষণা করল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সিউড়িতে তাঁর নাম ঘোষণা করেন।
বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে অর্জুন সিং বিজেপি-তে যোগ দেওয়ার পর ভাটপাটড়ার আসন শূন্য হওয়ার কারণে উপনির্বাচন হচ্ছে।
ভাটপাড়া সহ ইসলামপুর, হবিবপুর, দার্জিলিং-এর উপনির্বাচনে প্রার্থীর নামও ঘোষণা করা হয়। ইসলামপুরে আবদুল করিম চৌধুরী, হবিবপুরে অমল কিস্কু এবং দার্জিলিং-এ প্রার্থী তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং।
এ বারের লোকসভা ভোটেও দমদম কেন্দ্রের প্রচারে বিশেষ ভূমিকায় কামারহাটি বিধানসভার দায়িত্বে মদনবাবু। তিনি ২০১৬ সালের বিধানসভা ভোটে জেল থেকে ভোটে লড়ে কামারহাটি থেকে হেরে যান সিপিএম এর মানস মুখোপাধ্যায়ের কাছে। পর্যবেক্ষকদের মতে, ভাটপাড়ার উপনির্বাচন তৃণমূলের কাছে একটা প্রেস্টিজ ফাইট।
প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে শুনে, দিদি আমার উপর যে আস্থা রেখেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আমি দলের একনিষ্ট সৈনিক। দল যা দায়িত্ব দেবে, তাই পালন করব বলে মন্তব্য করেন মদনবাবু।