১ এপ্রিল থেকে চালু হচ্ছে পাঁচটি নতুন আয়কর বিধি, জানুন বিস্তারিত

২০২১ সালের বাজেটে ব্যক্তিগত আয়করের হার অপরিবর্তিত রাখা হয়েছে। তবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আয়কর বিধিগুলি নিয়ে এমন কয়েকটি টুইট করেছেন যা করদাতাদের পক্ষে খুবই সুবিধাজনক। ২০২১-২২ সালের আর্থিক বছর শুরু হবে ১লা এপ্রিল থেকে। সুতরাং এপ্রিলের প্রথম দিন থেকে আপনার চেকবুক, আয়কর বিভিন্ন ক্ষেত্রে দুর্লভ কিছু পরিবর্তন হতে চলেছে। একনজরে সেগুলো দেখে নেওয়া যাক –

১.আয়কর বিভাগ কর্তৃক জারি করা নতুন বিধি অনুসারে, ২০২১ সালের ১ এপ্রিল থেকে আপনি আড়াই লক্ষ টাকার বেশি পিএফ অবদান রাখলে যে সুদের পরিমাণ হবে তার উপর আপনাকে কর দিতে হবে। অর্থমন্ত্রী উচ্চ বেতনের কর্মচারীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে যাদের বেতন মাসিক ২ লাখ টাকা কেবলমাত্র তাদের উপর প্রভাব ফেলবে।

২.কেন্দ্রীয় সরকার আইটিআর ফাইলিং-এর উপর জোর দিচ্ছে। সরকার একটি নতুন নিয়ম করেছে যে যারা আইটিআর ফাইল করবেন না তাদের দ্বিগুণ টিডিএস দিতে হবে।সরকার আয়কর আইনে 206AB ধারা যুক্ত করেছে। এই বিভাগ অনুযায়ী, এখন যদি আইটিআর ফাইল না করা হয়, 2021 এপ্রিল থেকে দ্বিগুণ টিডিএস দিতে হবে।নতুন নিয়ম অনুসারে, ২০২১ সালের ১লা জুলাই থেকে পেনাল টিডিএস এবং টিসিএলের হার ১০-২০ শতাংশ হবে, যা সাধারণত ৫-১০ শতাংশ হয়।

৩.সরকার এলটিসি(Leave Travel Concession) স্কিমটি প্রসারিত করছে। এই প্রকল্পটি নতুন আর্থিক বছরে কার্যকর করা হবে। এই স্কিমটিতে সেই সমস্ত কর্মচারীরা উপকৃত হবে যারা করোনা মহামারীর কারণে এলটিসি করের সুবিধা গ্রহণ করেনি।

৪. সমস্ত কর্মচারীদের কথা মাথায় রেখে সরকার কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াটিকে সহজ করে তুলেছে। ২০২১ সালের ১লা এপ্রিল থেকে পৃথক করদাতাদের একটি প্রাক-ফিল্ড আইটিআর ফর্ম(Pre-filled ITR forms) সরবরাহ করা হবে। এটির মাধ্যমে আইটিআর ফাইল করা আরো সহজ হবে ।

৫. বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ৭৫ বছরের বেশি লোককে কর থেকে ছাড় দেওয়া হবে। অর্থাৎ ২০২১ সালের ১লা এপ্রিল থেকে ৭৫ বছরের বেশি বয়সী লোকদের ট্যাক্স জমা দিতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.