পশ্চিমবঙ্গ-সহ দেশের পূর্বাঞ্চলে আয়ুর্বেদের দ্রুত প্রসারে রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে বলে দাবি করলেন বিশিষ্ট চিকিৎসক পবন অগ্রবাল। রবিবার যাদবপুরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স-এ এক সভায় তিনি এ ব্যাপারে মন্তব্য করেন।
পবনবাবু বলেন, পশ্চিমবঙ্গ-সহ দেশের পূর্বাঞ্চলে আয়ুর্বেদের চরম দূর্দশা। মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, কর্নাটক প্রভৃতি রাজ্যে অবস্থা অন্যরকম। ফলে, ওই সব রাজ্যের গ্রামের গরিব লোকেরা অসুস্থ হলে চিকিৎসার সুযোগ পায়, যা এখানে দেখা যায় না। আয়ূর্বেদ চিকিৎসাপদ্ধতি ভারতের নিজস্ব এবং ফলদায়ী। এর বিকাশের জন্য কেন্দ্রীয় সরকার প্রচুর অর্থ বরাদ্দ করছে। এর সুফল পাচ্ছে না পশ্চিমবঙ্গ।
সভায় চিকিৎসক শম্পা দাস দাবি করেন, হোমিওপ্যাথি এবং আয়ূষ-এর পরিকাঠামোও এ রাজ্যে খুব দূর্বল। এর মাধ্যমে আমরা গ্রামাঞ্চলে দিনে অন্তত ৬০ জনের চিকিৎসা করি। আপাত-জটিল অনেক রোগ এতে সেরে যায়। কিন্তু রাজ্যের অনীহায় এর বিস্তার ব্যাহত হচ্ছে।
সভায় আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসার নানা দিক নিয়েও একাদিক আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পন্ডার রোল অফ ব্যালান্সড ক্রিস্টালয়েড ইন ক্রিটিক্যাল ইলনেস, ট্রমা অ্যান্ড সার্জারি’।
এ দিনের সভার উদ্যোক্তা ছিল ন্যাশনালিস্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।