‘আমার মন ভালো নেই’। না কোনও মিম নয়। রেড রোডের কার্নিভালে আমন্ত্রণ না পেয়ে যেন এ কথাই বলতে চাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুধু আমন্ত্রণ না পাওয়া নয়, বিশ্ববাংলা সম্মানটুকুও পায়নি তাঁর পুজো কমিটি। সব মিলিয়ে দলের বিরুদ্ধে একরাশ অভিমান ঝরে পড়ল মদন মিত্রের গলা থেকে।
দুর্গাপুজোর সমাপ্তি হওয়ার ঠিক তিন দিনের মাথায় গতকাল কলকাতার মোট ৯৫ টি পুজো কমিটিকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয় কার্নিভাল অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অসংখ্য দর্শনার্থী, বিদেশি পর্যটক, টলিউড কলাকুশলী এবং একাধিক নেতা মন্ত্রীদের দেখা যায়। যদিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মদন মিত্র। তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি।
এমনকি, মদনের পুজো কমিটি ‘ভবানীপুর অগ্রদূত সংঘ’ পর্যন্ত জায়গা পায়নি অনুষ্ঠানে। সেই সকল ইস্যুকে সামনে এলে এদিন মদনবাবু বলেন, ‘নেমন্তন্ন যদি না মেলে, তাহলে সবার খারাপ লাগে। তবে আমাকে বুঝতে হবে, নেমন্তন্ন পাওয়ার মতো স্থানে রয়েছে কিনা কিংবা সেই যোগ্যতা কি আছে’? সঙ্গে তিনি যোগ করেন, ‘আমার প্যান্ডেল ভাঙা। প্রত্যেকবার ৪০ টি করে পুরস্কার পাই। তাও কার্নিভালের জন্য ডাকা হয়নি। মাপকাঠি অনুযায়ী আমাদের পুজো কমিটির স্থান হয়নি’।
কার্নিভালে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী উপস্থিত থাকলেও তাঁকে কেন ডাকা হল না, এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, ‘টলিউডের অনেকেই উপস্থিত ছিলেন কার্নিভালে। সেখানে হয়তো ঠিক হবে না আমার থাকা। তাই হয়তো আমন্ত্রণ পাইনি। এ বছর টেমসের পাশে কার্নিভালে আমন্ত্রণ পেলেও যাচ্ছি না’।