তারিখ বিভ্রাটকে কেন্দ্র করে বিপাকে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে সম্প্রতি উচ্চ প্রাথমিক শিক্ষা নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তিতে ‘ইন্টিমেশন লেটার’ ডাউনলোড করার তারিখকে কেন্দ্র করেই শুরু হয় বিভ্রান্তি।
স্কুল সার্ভিস কমিশনের তরফে শুক্রবারে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তিতে ‘ইন্টিমেশন লেটার ডডাউনলোড করার তারিখ ১৪.০৯.২০২২, এমনটা ঘোষণা করা হয়। এবার, সেপ্টেম্বরের ১৪ তারিখ তো ইতিমধ্যে পেরিয়ে গেছে তাহলে ৩০শে সেপ্টেম্বর তারিখে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির ভিত্তি কবে ‘ইন্টিমেশন লেটার’ আসলে কবে ডাউনলোড করতে হবে? উঠতে শুরু করে প্রশ্ন।
বিজ্ঞপ্তিটিকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হতেই বিষয়টিকে কেন্দ্র করে ভুল স্বীকার করেন উক্ত কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানান যে, ভুলবশত ঘটনাটি ঘটেছে। একইসঙ্গে তিনি এও জানান যে, ‘ইন্টিমেশন লেটার’ ডাউনলোড করার তারিখটি হল ১৪.১০.২০২২। অর্থাৎ অক্টোবরের ১৪ তারিখ থেকে পার্সোনালিটি টেস্টের জন্য চাকরীপ্রার্থীরা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।