মাস্ক মাস্ক করে যেন মশারি ভুলবেন না! মশার দৌলতে নতুন যন্ত্রণা জিকা ভাইরাস

রাজ্যের এখনও পিছু ছাড়েনি করোনাভাইরাস। সাপ লুডোর খেলার মত প্রতিদিনই করোনা গ্রাফ ওঠানামা করছে। এরই মধ্যে আবার নতুন আতঙ্ক জিকা ভাইরাস।
করোনার মত অতটা সংক্রামক না হলেও এটা একটি মশাবাহিত রোগ। সময়মতো চিকিৎসা হলে এক সপ্তাহের মধ্যেই রোগী সুস্থ হয়ে উঠতে পারে। সাধারনত জিকা ভাইরাস সংক্রমণ ছড়ায় রক্ত বাহিত হয়ে।
এডিস মশা থেকে এটি ছড়ায়। অর্থাৎ এই মশার কামড়ে চিকুনগুনিয়া ডেঙ্গির পাশাপাশি শরীরে জিকা ভাইরাসের প্রবেশ ঘটলে গায়ে জ্বর, প্রবল মাথাব্যথা, চোখের সমস্যার মত লক্ষণ দেখা যেতে পারে।

বর্ষার মরশুমে এই জিকা ভাইরাসের প্রকোপ এবার বাড়তে শুরু করায় উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাই সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের জিকা ভাইরাস নিয়ে সতর্ক করল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

বর্ষার মরসুমে জিকা ভাইরাস থেকে ছোট ও বয়স্কদের সতর্ক থাকতে বলা হয়েছে। যদি জ্বর গা-হাত-পা প্রচন্ড ব্যথার মতো উপসর্গ দেখা দেয় তাহলে কোনরকম আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে সতর্কতায়।
সম্প্রতি কলকাতা সহ বেশ কয়েকটি জেলা থেকেও জিকা ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর স্বাস্থ্য ভবনে এসে পৌঁছেছে। তাই জনস্বার্থে সতর্কতামূলক নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.