রাজ্য সরকারের দেওয়া ‘ভুয়ো নিয়োগপত্র’ নিয়ে তোলপাড় বাংলা। প্রথমে চাকরির নামে প্রশিক্ষণের ‘অফার লেটার’ দেওয়া হয়। পরে দেখা যায় সেটাও ভুয়ো। এই নিয়ে মমতা সরকারের উপর ব্যাপক ক্ষুব্ধ রাজ্যের যুবক-যুবতীরা। এই প্রসঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ।
এদিন দিলীপ বলেন, ‘রাজ্যে যখন আর কোনও দিশা থাকেনা, তখন মানুষকে এভাবেই ভুলিয়ে রাখতে হয়। সরকার দুর্নীতিতে ডুবে গেছে। লক্ষ্য নেই। উদ্দেশ্য নেই। রোড ম্যাপ নেই। ট্রেনিদের কাগজ ধরিয়ে বলছে চাকরি দিলাম। পুরো ঢপবাজি দিয়ে চলছে। ওদিকে কেজরিওয়াল মুখ থুবড়ে পড়েছেন। এদিকে মমতা মুখ থুবড়ে পড়েছেন।’
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। এদিন সে প্রসঙ্গও টেনে আনেন দিলীপ। তিনি বলেন, ‘কল্যাণময়ের গ্রেফতারিটা ভাবুন একবার। রাজ্যের ছেলেমেয়েরা যার হাত থেকে জীবনের প্রথম সার্টিফিকেট নিয়েছে, সে আজ চুরির দায়ে জেলে। যে লোকের জীবনী রাজ্যের ছেলেমেয়েরা পড়ছে, সেই শিক্ষামন্ত্রী জেলে। গোটা শিক্ষা দফতর চোরেদের আড্ডা। বাংলার কপালে এরকম খারাপ সময় আগে আসেনি’।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঐতিহাসিক চুরি। হাজার হাজার মানুষ সুবিধা নিয়েছে। এর জল অনেক দূর গড়াবে। কাউকে ছাড়া হবে না’।