আরএসএস-এর (RSS) বর্ষীয়ান প্রচারক কেশব রাও দীক্ষিতের (Keshav Dixit) প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। এদিন সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেন তিনি। মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৮। কেশবজীর প্রয়াণে ইতিমধ্যে বিরোধী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাশাপাশি অন্যান্য একাধিক নেতা কর্মীরা শোকজ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, কেশব দীক্ষিত জন্মগ্রহণ করেন ১৯২৫ সালে। ১৯৫০-এ সমাজ কল্যাণমূলক কাজের জন্য মধ্যপ্রদেশ থেকে কলকাতায় আসেন এবং পরবর্তীতে এখানেই থেকে যান তিনি। উত্তর কলকাতার মানিকতলায় কেশব ভবনে বসবাস করা শুরু করেন RSS-এর এই প্রচারক।সমাজ কল্যাণমূলক কাজের জন্য সমাজের প্রতিটি স্তরে জনপ্রিয় ছিলেন কেশব রাও দীক্ষিত। বামফ্রন্ট এবং কংগ্রেস আমলে সরকারের সময় থেকে আরএসএসের প্রচারের জন্য একাধিক কাজ করেন তিনি। তাঁর প্রয়াণে ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন সকলেই।