দিল্লি-সহ ১৩টি রাজ্যে পৌঁছল করোনা টিকা, ১৬ জানুয়ারি টিকাকরণ

আগামী ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে ভারতে। টিকা নিয়ে দেশ জুড়ে আশার পারদ চড়ছে, উৎসাহের অন্ত নেই। অবশেষে মহারাষ্ট্রের পুণের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট এবং ইন্ডিগোর বিমানে দেশের ১৩টি রাজ্যে পৌঁছে গেল কোভিশিল্ডের করোনা-টিকা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, পুণে থেকে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট এবং ইন্ডিগোর ৯টি বিমানে ৫৬.৫ লক্ষ পৌঁছে যাবে দিল্লি, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, শিলং, আহমেদাবাদ, হায়দরাবাদ, বিজওয়াড়া, ভুবনেশ্বর, পাটনা, বেঙ্গালুরু, লখনউ ও চন্ডীগড়ে। সেই মতো এদিনই ১৩টি রাজ্যে পৌঁছে গিয়েছে করোনা-টিকা। প্রথমে চিকিৎসক এবং সমস্ত স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে এই টিকা। তার পরে টিকা দেওয়া হবে পুলিশদের।
দিল্লি : এদিন দুপুরের মধ্যেই পুণে থেকে করোনা-টিকা নিয়ে দিল্লিতে পৌঁছে যায় স্পাইসজেটের বিমান। ৩৪টি বক্সে ১০৮৮ কেজি করোনা-টিকা পৌঁছে যায় দিল্লি বিমানবন্দরে।
কলকাতা : কলকাতায় এদিনই পৌঁছল করোনা-টিকা। মঙ্গলবার পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্পাইসজেটের বিশেষ কার্গো বিমানে নিয়ে আসা হয় কোভিশিল্ডের ৭ লক্ষ ডোজ। দুপুর পৌনে ২’টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে কার্গো বিমানটি। বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা ছিল ইনসুলেটেড ভ্যান। সেই টিকা ইনসুলেটেড ভ্যানে করে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হয়। ওখানেই নিরাপত্তার ঘেরাটোপে থাকবে টিকা। 
পাটনা : বিহারের রাজধানী পাটনাতেও এদিন পৌঁছেছে করোনা-টিকা। বিমানবন্দর থেকে ওই টিকা নিয়ে যাওয়া হয় পাটনার নালন্দা মেডিক্যাল কলেজে।
বেঙ্গালুরু : মঙ্গলবার পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে ৭.৯৫ লক্ষ শিশিতে কোভিশিল্ডের করোনা-টিকা পৌঁছেছে বেঙ্গালুরুতে। টিকার প্রতিটি ডোজ ০.৫ মিলিলিটার এবং প্রতিটি শিশিতে ১০ ডোজ করে রয়েছে।
আহমেদাবাদ : আহমেদাবাদে পৌঁছে গিয়েছে প্রথম দফার করোনা-টিকা। পুণের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকা নিয়ে আহমেদাবাদের সর্দার বল্লবভাই প্যাটেল বিমানবন্দরে পৌঁছয় করোনা-টিকা। ২.৭৬ লক্ষ ডোজ এসেছে এদিন।এছাড়াও এদিনই হায়দরাবাদ, চেন্নাই, ভুবনেশ্বর, গুয়াহাটি, শিলং-সহ মোট দেশের ১৩টি শহরে পৌঁছে গিয়েছে করোনা-টিকা। আগামী ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.