বাংলায় মৃত ও আক্রান্তের তালিকার প্রথমে ফের কলকাতা ও উত্তর ২৪ পরগনা

কলকাতা: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে দুটি জেলা৷ একটি হল শহর কলকাতা, অপরটি উত্তর ২৪ পরগনা৷ এখানে প্রতিদিনই প্রায় ৭০০ জন করোনা আক্রান্তের সন্ধান মিলছে৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে যথাক্রমে ১১ এবং ১৮ জন৷

বুধবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,শুধু কলকাতায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬৭২ জন৷ এই নিয়ে শহরে মোট আক্রান্ত ৫৬ হাজার ৪১২ জন৷
অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৬৬১ জন৷ ফলে এই জেলায় মোট আক্রান্ত ৫১ হাজার ৪৯৯ জন৷ দুই জেলা মিলে মোট আক্রান্ত ১ লক্ষ ৭ হাজার ৯১১ জন৷

রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৫৭ হাজার ৪৯ জন৷ অর্থাৎ কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে বাকি ২১ জেলায় মোট আক্রান্ত ১ লক্ষ ৪৯ হাজার ১৩৮ জন৷

এদিনও মৃতের হিসেবে কলকাতাকে পেছনে ফেলে শীর্ষে উত্তর ২৪ পরগনা৷ বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, শুধু উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত্যু হয়েছে ১৮ জনের৷ এছাড়া কলকাতায় ১১ জনের৷ বাকি জেলায় সংখ্যাটা ১০ এর নিচে৷

যেমন,দক্ষিণ ২৪ পরগনার ৪ জন৷ হাওড়ার ৭ জন৷ হুগলির ৩ জন৷ পশ্চিম বর্ধমান ৪ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ ঝাড়গ্রাম ১ জন৷ নদিয়া ৩ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ৪ জন৷ কোচবিহার ১ জন৷ আলিপুরদুয়ার ১ জন৷

তবে একদিনে কলকাতায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩১ জন৷ মোট ৪৯,৪২৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,২৭৩ জন৷ একদিনে বেড়েছে ১৩০ জন৷ আর উত্তর ২৪ পরগনায় সুস্থ হয়ে উঠেছেন ৬৬১ জন৷ মোট ৪৪,৭০৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,৬৮৯ জন৷ গত ২৪ ঘন্টায় বেড়েছে ১৩৮ জন৷

অন্যদিকে বাংলায় একদিনে ৪৩ হাজার ৭৬৫ টি নমুনা টেস্ট হয়েছে৷ এর ফলে বাংলায় মোট টেস্টের সংখ্যা ৩২ লক্ষ ছাড়াল৷ তথ্য অনুযায়ী ৩২ লক্ষ ২৭ হাজার ৪৬২ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৩৫,৮৬১ জন৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৮২টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৫ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.