করোনার (Corona) ভ্যাকসিন (Vaccine) নিয়ে ফের বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) পক্ষ থেকে বেসরকারি হাসপাতালের জন্য করোনা টিকার দাম বেঁধে দেওয়া হয়েছে। কেন্দ্রের বঁধে দাম দেওয়া দাম অনুযায়ী কোভিশিল্ডের (Covishield) চেয়ে দাম বেশি পড়বে কোভ্যাকসিনের (Covaxin) । বেসরকারি হাসপাতালে (Pvt Hospitals) কোভ্যাকসিনের প্রতি ডোজের (Dose) দাম রাখা হয়েছে ১৪১০ টাকা। কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ধার্য করা হয়েছে ৭৮০ টাকা। করোনা টিকার উপর ৫ শতাংশ হারে জিএসটি (Gst) ধার্য করা হয়েছে। তবে সরকারি হাসপাতাল থেকে নিখরচায় মিলবে ভ্যাকসিন।
করোনার টিকা নিয়ে ফের বড়সড় ঘোষণা কেন্দ্রের। সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা মিললেও বেসরকারি হাসপাতাল থেকে গ্যাঁটের কড়ি খরচ করেই টিকা নিতে হবে। তবে এই টিকা নিয়ে যাতে কালোবাজারি বা কোনও অনিয়ম না হয় সেব্যাপারে তৎপর স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার রাতেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাকসিনের দাম বেঁধে দেওয়া হয়েছে।
পুণের সেরাম ইন্সটিটিউট তৈরি করছে কোভিশিল্ড। অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার এই টিকার প্রতি ডোজের দাম বেসরকারি হাসপাতালে পড়বে ৭৮০ টাকা। উল্টোদিকে ভারত বায়োটেক ও আইসিএমআর-এর তৈরি কোভ্যাকসিনের প্রতি ডোজের দাম বেসরকারি হাসপাতালে পড়বে ১৪১০ টাকা। একইভাবে বেসরকারি হাসপাতেল রুশ টিকা ‘স্পুটনিক-ভি’র (Sputnik v) দাম পড়বে ১,১৪৫ টাকা। ভ্যাকসিনের দামের সঙ্গে ৫ শতাংশ হারে জিএসটি যোগ হবে। টিকা দেওয়ার জন্য সার্ভিস চার্জ (Service Charge) হিসেবে ১৫০ টাকা নেওয়া হবে।
সোমবারই করোনার টিকাকরণ নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । আগামী ২১ জুন থেকে সব রাজ্যকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের জন্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দরিদ্র, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, সরাকরি হাপাতালে সবাই বিনামূল্যে ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। যে ব্যক্তি ফ্রিতে ভ্যাকসিন নিতে চান না তাঁদের জন্যও আলাদা ভাবনা রয়েছে বলেও জানান তিনি। ভ্যাকসিনের ২৫ শতাংশ যাতে বেসরকারি হাসপাতাল পেতে পারে সে ব্যবস্থাও জারি থাকবে বলে জানিয়েছিলেন মোদী।