আপনারা শান্তিপুর্ন ভাবে ভোট দেন। আমরা পাশে রয়েছি। যে দলকে পচ্ছন্দ তাকে ভোট দেবেন। কেউ বাধা দেবে না। জলপাইগুড়ি মাটিতে পা রেখেই সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলে কেন্দ্রীয় বাহিনী।

মঙ্গলবার বিকেলে শহর লাগোয়া পাহাড়পুর গ্রামপঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। ওই এলাকায় বরুয়া পাড়া, গাসি পাড়া, হামিক পাড়া, তাঁতি পাড়া, চৌধুরী পাড়া এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। আজ প্রথম দফার ১৮০ নম্বর বিএসএফের হাফ ব্যাটেলিয়ান পা রাখে।
বারোপাটিয়া এলাকায় সহ রাজগঞ্জ ব্লকের কুকুরজানের ভাঙামালি এলাকা সহ প্রচুর এলাকায় গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এদিন কেন্দ্রীয় বাহিনীর টহল চলে গ্রামে গ্রামে। গ্রামের ভোটারকে পাশে থাকার আশ্বাস দেয় কেন্দ্রীয় বাহিনী। সাধারণ ভোটারদের সাথে কথাও বলেন তারা৷ এদিন গ্রামের রাস্তায় বাহিনীর বুটের আওয়াজে গ্রামবাসীরা নিরাপত্তা অনুভব করেন। এক গ্রাম বাসী নাজিমা খাতুন বলেন, “আগের পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারিনাই। অনেক গন্ডগল হয়েছে। বি এস এফ এসে বলে গেলেন আশ্বাস দিলেন এতে খুবই খুশি। আশাকরি ভোট দিতে পারব এবার শান্তিতে”।

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুনীল আগরওয়াল, এস ডি ও রঞ্জন কুমার দাস, আই সি বিশ্বাশ্রয় সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।

গ্রামের রাস্তা দিয়ে বি এস এফ এক আধিকারিক ছোট মাইক ব্যবহার করে সাধারন মানুষককে সচেতনের পাশাপশি শান্তিতে যাকে মন চান তাকে ভোট দেবার আবেদন জানান। শুধু তাই নয় ভোটারকে নিরাপত্তার জন্য ভোটের দিন পাশের থাকায় আশ্বাস দেন ওই আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.