পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ফের খুন এক বিজেপি কর্মী। পুজো উপলক্ষ্যে যাওয়ার সময় তাঁকে অপহরণ করে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। কিছুদিন আগেই ভগবানপুরেই খুন হন বিজেপি কর্মী চন্দন মাইতি।
ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানার বাসুদেববেরিয়ার ঘটনা। শনিবার কালীপুজোয় মায়ের ঘট উত্তোলন উপলক্ষ্যে ঘর থেকে বেরিয়েছিলেন বিজেপি কর্মী ভাস্কর বেরা। বিজেপির অভিযোগ, পথে তাকে অপহরণ করে দুষ্কৃতীরা। তাকে একটি জঙ্গলঘেরা জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর তাকে পিটিয়ে খুন করা হয়। এমনটাই অভিযোগ বিজেপির। দলের কর্মীর খুনের প্রতিবাদে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে বিজেপি।
কাঁথির বিজেপি নেতা অসীম মিশ্রের দাবি, বিজেপি কর্মীদের নৃশংসভাবে খুন করা হচ্ছে। খুনের রাজনীতি করছে তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল নেতা তরুণ মাইতির দাবি, ভাস্কর মাতাল ছিল। গতকালও মদ খেয়ে খালের ধারে পড়ে ছিল। পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ভগবানপুরের দেঁড়েদিঘি এলাকায় চন্দন মাইতি নামে এক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। এর মধ্যে ফের খুন।
খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিস। পুলিস দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এনিয়ে এখনও ভাস্কর বেরার পরিবারের তরফে কোনও অভিযোগ হয়নি। তবে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিস। তবে তৃণমূলের দিকে তোলা অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
এদিকে, ভাস্কর বেরার দেহ নিয়ে যাওয়ার সময় হেঁরিয়াতে এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে দেহ আটকে পথ অবরোধ বিক্ষোভ। সৃষ্টি হয় ব্যাপক যানজটের। বিক্ষোভ অবরোধ করা হয় কাঁথি মেছাদা বাইপাসেও। জেলা জুড়ে বিভিন্ন জায়গায় চলছে বিজেপির পথ অবরোধ বিক্ষোভ।