নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপি কর্মীদের ঢাক, ঢোল নিয়ে মিছিল সোদপুরে #IndiaSupportsCAA

একদিকে যখন ক্যাবের বিরোধিতায় আগুন জ্বলছে রাজ্যে, যখন রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ হচ্ছে ঠিক তখন নাগরিকত্ব আইন ও এনআরসির সুফল সম্পর্কে মানুষকে বোঝাতে পথে নামলো বিজেপি কর্মীরা ও সমর্থকরা।ক্যাবর সুফল সম্পর্কে মানুষকে অবগত করতে উত্তর ২৪ পরগনার সোদপুরে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা বাজিয়ে ক্যাবের সমর্থনে বিশাল মিছিল করল বিজেপি কর্মীরা ।

রবিবার দুপুরে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক সোদপুর কাঁচকল মোড় থেকে সোদপুর নাটাগড় পর্যন্ত সি এ বি বিলের সমর্থনে এই মিছিল বের করে ।

সভাপতি কিশোর করের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলের নেতৃত্ব দিতে এসে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিত সরকার অভিযোগ করেন , যারা আজকে হাঙ্গামা করছে, তাদের মদত দিচ্ছে রাজ্য সরকারের শীর্ষ নেতারা ।

যারা হাঙ্গামা করছে তারাই আসলে অনুপ্রবেশকারী, তাই তারা জাতীয় সম্পত্তি নষ্ঠ করছে।

এদিন দেব জ্যোতি সরকার বলেন “এই বিলে কোথাও বলা হয় নি যে দেশের মুসলিম ভাই দের দেশ থেকে বের করে দেওয়া হবে বা কাউকে ছাটাই করা হবে বরং এই বিলের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্থান, আফগানিস্থান থেকে নির্যাতিত হয়ে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান , শিখ, জৈন পার্সি এই ৬ সম্প্রদায়ের মানুষ যারা বাধ্য হয়ে ভারতে চলে এসেছেন  তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।সেখানে এই দেশের কোন মুসলিমের ভাবা বেগে আঘাত করা হয় নি। আর রাজ্যে যে আরাজকতা , সরকারি সম্পত্তি ভাঙচুর করা চলছে সেটা এই দেশের কোন সম্প্রদায়েরই কোন নাগরিকদের কাজ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন তার সাথে আমি এক মত যে এই অশান্তি যারা সৃষ্টি করছে তারা সবাই অনুপ্রবেশকারী। আর রাজ্য সরকারের উচিত এই অশান্তি যারা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। কিন্তু তা না করে বিজেপি বাদে সব রাজনৈতিক দল গুলি এই বিক্ষোভ, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর করাকে সমর্থন করছেন। এটা ঠিক হচ্ছে না।”

প্রতীতি ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.