আগামীকাল ভাটপাড়া যাচ্ছে বিজেপির সংসদীয় দল

আগামীকাল বিজেপির সংসদীয় দল ভাটপাড়া যাচ্ছে। শুক্রবার রাজ্য বিজেপি সূত্রে খবর, বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে।

প্রতিনিধি দলে থাকছেন উওরপ্রদেশের বাগপতের সাংসদ সত্যপাল সিং, ঝাড়খণ্ডের পালামুর সাংসদ বিডি রাম। রাজ্য থেকে ১৮ জন সংসদ সদস্য থাকা সত্ত্বেও বাইরের রাজ্যের দুই সাংসদকে প্রতিনিধি হিসেবে ভাটপাড়ায় পাঠানো বিজেপির কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল।

কারণ এই প্রতিনিধিদল ভাটপাড়া ঘুরে এসে বিজেপি সভাপতি অমিত শাহ ও কার্যকরী সভাপতি জে পি নাডডার কাছে একটি রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী রণনীতি তৈরি হবে। এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা মুকুল রায়। ‌ সূত্রের খবর, তারপর এই বিজেপি নেতৃত্ব এই কর্মসূচির কথা ঘোষণা করেছে। লোকসভা ভোটের সময় থেকেই উত্তপ্ত ভাটপাড়া।

বৃহস্পতিবার ভাটপাড়ায় সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর কমিশনারেটের কমিশনের বদল করে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য প্রশাসন। কিন্তু এদিন সকালে আবার ও বোমাবাজির ঘটনা ঘটেছে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও। এমতাবস্তায় ভাটপাড়ায় গিয়ে সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেবেন বিজেপির প্রতিনিধিদল। সঙ্গে কথা বলবেন এলাকাবাসীর সঙ্গেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.