বারাসাতে আক্রান্ত বিজেপি নেতা, থানায় বিক্ষোভ তৃণমূলের

স্টাফ রিপোর্টার,কলকাতা: ভোটের মুখে উত্তপ্ত বারাসাত৷ আগামী ১৯ মে রাজ্যের ৯টি আসনের মধ্যে বারাসত কেন্দ্রেও ভোট গ্রহন৷ তার আগে বিজেপির বৈঠকে হামলা৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ থানার সামনে তৃণমূলের বিক্ষোভ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

সোমবার রাতে বারাসাত কিশোলয় হোমের মাঠের কাছে বিজেপি নেতা পুলিন মন্ডলের বাড়ি৷ তার বাড়িতে চলছিল বিজেপির বৈঠক৷ সেখানে উপস্থিত ছিলেন বারাসাত জেলা সভাপতি প্রদীপ মন্ডল৷ হঠাৎ একদল লোক পুলিন মন্ডলের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে৷ অভিযোগ, বাড়ির ভিতরে ঢুকে চলে ভাঙচুর৷ এছাড়া একটি গাড়িও ভাঙচুর করা হয়৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ ঘরের তালা ভেঙ্গে বিজেপি কর্মীদের উদ্ধার করে৷ থানায় আশ্রয় নেন বিজেপি নেতা কর্মীরা৷ তখন সেখানে হাজির হন বিজেপি নেতা তাপস মিত্র৷ বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে তাকে মারধর করা হয় বলে অভিযোগ৷ কোনও রকমে থানায় ঢুকে রেহাই পান তাপস মিত্র৷

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি বৈঠকের নামে ভোটের দিন সন্ত্রাসের পরিকল্পনা করছিল৷ এমনকি টাকা বিলিরও পরিকল্পনা করছিল৷ স্থানীয় সাধারণ মানুষ তা বুঝতে পেরে বিক্ষোভ দেখান৷ এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.