চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদ রাজ্যজুড়ে। এবার স্বাস্থ্যভবনে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হল বাগুইআটি থেকে। তাঁদের গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে বাগুইআটি জ্যাংড়া এলাকায় তিনজন যুবক আসেন। বেশ কয়েকজনকে নিজেদের জালে জড়িয়ে তাঁরা টাকা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ। ওই তিনজন স্বাস্থ্যভবনে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সাড়ে তিন লক্ষ টাকা দাবি করেন বলে জানান অভিযোগকারীরা।
প্রথমে হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে বলেন অভিযুক্তরা। এরপরই তাঁরা জানান, চাকরি এক প্রকার পাকা। সাড়ে ৩ লক্ষ টাকা নগদ দিলেই হাতে হাতে নিয়োগও পেয়ে যাবেন। এরপরই অভিযোগকারীদের সন্দেহ হয়। তিন যুবককে ধরে আটকে রাখেন তাঁরা।
পাশাপাশি বাগুইআটি থানায় খবর দেওয়া হয়। পরে বাগুইআটি থানার পুলিশ এসে ওই তিনজনকে প্রথমে আটক করে। এরপরই তাঁদের জিজ্ঞাসাবাদ করে নানা সন্দেহজনক কথা উঠে আসে। পাশাপাশি ওই তিনজনের কাছ থেকে স্বাস্থ্যভবনের জাল প্যাড, সই করার কাগজ, নকল স্ট্যাম্প উদ্ধার হয়।
বাগুইআটি থানার পুলিশ জয় মুখোপাধ্যায়, শম্ভু মণ্ডল ও রাজীব ঘোষ নামে তিনজন যুবককে গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার বারাসত আদালতে তোলা হয়। এই ঘটনার পিছনে আরও বড় কোনও চক্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।