রাজধানী দিল্লিতে অক্সিজেন নিয়ে চরম সঙ্কট ও হাহাকার চলছে। এমতাবস্থায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়ে দিলেন, দিল্লিতে আগামী এক মাসের মধ্যেই তৈরি করা হবে ৪৪টি অক্সিজেন প্লান্ট। কেজরিওয়াল জনিয়েছেন, ৪৪টির মধ্যে ৮টি কেন্দ্র বসাচ্ছে। বাকি ৩৬টি দিল্লি সরকার বসাবে। ২১টি প্লান্ট ফ্রান্স থেকে আসছে এবং ১৫টি প্লান্ট দেশ থেকেই। কেজরিওয়াল মঙ্গলবার জানিয়েছেন, ফ্রান্স থেকে ২১টি রেডি-টু-ইউস অক্সিজেন প্লান্ট আমদানি করছি আমরা। দিল্লির বিভিন্ন হাসপাতালে প্লান্টগুলি বসানো হবে, এর ফলে হাসপাতালে অক্সিজেনের সঙ্কট থেকে মুক্তি মিলবে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন আরও জানান, ব্যাঙ্কক থেকে ১৮টি ট্যাঙ্কার (অক্সিজেন) আমদানির সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার, যেগুলি বুধবারই এসে পৌঁছবে। এজন্য কেন্দ্রীয় সরকারের কাছে ভারতীয় বায়ুসেনার বিমান ব্যবহারের অনুমতি চেয়েছেন কেজরিওয়াল।
2021-04-27