বিরাটের বদলে কেন ধোনিকে ‘কিং’-এর তকমা সৌরভের বোর্ডের! রেগে আগুন কোহলির ভক্তরা

মহেন্দ্র সিং ধোনিকে ‘কিং’-এর তকমা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতেই রেগে আগুন হয়ে গেলেন বিরাট কোহলিদের ভক্তদের একাংশ। তাঁদের দাবি, ভারতীয় দলে একটাই ‘কিং’। সেটা হলেন কোহলি।

রবিবার বিসিসিআইয়ের তরফে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার শিবিরের ছবি পোস্ট করা হয়। সঙ্গে পোস্ট করা হয় ধোনির ছবিও। সঙ্গে লেখা হয়, ‘রাজাকে (কিং) অভিনন্দন জানানো হচ্ছে। মেন্টর হিসেবে নয়া ভূমিকায় টিম ইন্ডিয়ায় ফিরে এলেন মহেন্দ্র সিং ধোনি।’ট্রেন্ডিং স্টোরিজ

সেই ‘কিং’-এর তকমায় চটে গিয়েছেন কোহলির ভক্তদের একাংশ। তেমনই একজন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের প্রতি ক্ষোভ উগরে বলেন, ‘একজনই রাজা আছেন।’ সঙ্গে বিরাটের ছবি পোস্ট করেন। একইসুরে আরও এক বিরাট ভক্ত বলেন, ‘শব্দটা হল কিং। একটি দলে দু’জন রাজা থাকতে পারেন না। একটাই রাজা, তিনি হলেন কিং কোহলি।’ কেউ কেউ ধোনির ছবি জুম করে বিরাটের ছবি দেখিয়ে বলেছেন, ‘ইনিই আসল রাজা।’ অনেকেই আবার ‘কিং’-এর তকমা যুদ্ধে সামিল না হয়ে ধোনি-কোহলির যুগলবন্দিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন।

এমনিতে জনসমক্ষে বরাবরই বিরাট এবং ধোনির সম্পর্ক অত্যন্ত ভালো। ড্রেসিংরুমের অভ্যন্তরেও তাঁদের মধ্যে রেষারেষির কোনও খবর তেমন জোর পায়নি। কোহলি তো বরাবর ধোনিকে বাড়তি সম্মান দিয়েছেন। শনিবারও ধোনির প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, ‘আমাদের কেরিয়ারের শুরু থেকেই ও (ধোনি) আমাদের সকলের মেন্টর ছিল। দলের সঙ্গে আমরা যতদিন খেলেছি, ততদিন মেন্টর ছিল ধোনি। আমরা আবার সেই একই কাজ করার সুযোগ পেয়েছি।’ সঙ্গে যোগ করেন, ‘যে তরুণরা নিজেদের কেরিয়ারের গোড়ার দিকে বড় টুর্নামেন্ট খেলছে, তারা ধোনির বাস্তবসম্মত তথ্য, খেলা কোনদিকে গড়াচ্ছে ও কীভাবে আমরা আরও উন্নতি করতে পারি, সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য পেয়ে লাভবান হবে। ’

https://twitter.com/DilipVk18/status/1449776268153536512?s=20
https://twitter.com/Kohlify_18/status/1449769433077989382?s=20

২০১৭ সালে ধোনি ক্রিকেটের সব ফর্ম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর পুরোপুরি টিম ইন্ডিয়ার দায়িত্ব নেন কোহলি। ধোনির উপস্থিতিতেই ২০১৯ সালের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। এবার অবশ্য মাঠে কোহলির পাশে থাকবেন না ধোনি। মাঠের বাইরে থেকেই ‘চিকুকে’ বিভিন্ন টিপস দেবেন। বিরাট বলেন, ‘এই পরিবেশে ওকে ফিরে পেয়ে আমরা খুব আনন্দিত হয়েছি। ওর উপস্থিতি নিশ্চিতভাবে দলের মনোবল বাড়িয়ে তুলবে। দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস আছে, তা আরও বাড়িয়ে তুলবে ধোনির উপস্থিতি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.