Tokyo 2020: ‘আমরা ভারতবাসীকে গর্বিত করেছি’, পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা মহিলা হকি কোচের

শুক্রবার (৬ অগস্ট) সকালে গত বারের গোল্ড মেডেলিস্ট গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েও ৩-৪ ব্যবধানে হারতে হয়েছে ভারতীয় মহিলা হকি দলকে। তবে দলের পরাফরম্যান্সে গোটা দেশই গর্বিত।

ইতিমধ্যেই ভারতীয় দলের লড়াকু মনোভাব প্রশংসা কুড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। সেই তালিকায় সামিল হলেন ভারতীয় মহিলা দলের ডাচ কোচ সর্ড মারাইন। ম্যাচ হারলেও তিমি মনে করছেন এই পারফরম্যান্স আগত প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতীয় কোচ লেখেন, ‘আমাদের দল কোন পদক জিততে পারেনি ঠিকই, তবে আমরা তার থেকেও বড় কিছু জয় করেছি। আমরা সকল ভারতবাসীকে গর্বিত করেছি এবং লক্ষ লক্ষ ভারতীয় মহিলাদের এই ভরসা দিতে সক্ষম হয়েছি যে কঠিন পরিশ্রম এবং নিজের ওপর ভরসা খাকলে স্বপ্নকে বাস্তবায়িতও করা যেতে পারে। সকলের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।’

প্রথম তিন ম্যাচে পরাজয়ের পর যেভাবে ভারতীয় মহিলা হকি দল ফিরে আসে এবং যে খেলাটা খেলে, তাতে আত্মবিশ্বাস ও হার না মানা মনোভাব 
ঠিকরে পড়ছিল। এই ব্রিটেনের কাছেই গ্রুপ পর্যায়ে ১-৪ ব্যবধানে হেরেছিলেন সবিতা পুনিয়ারা। সেখান থেকে আজকের পারফরম্যান্সই দলের উন্নতিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কৃতিত্বের অনেকটাই প্রাপ্য মারাইনের। ভারতীয় সমর্থকরা আশা রাখবেন ডাচ কোচের অধীনে যেন ভারতী দলের ইতিহাস তৈরি অব্যাহত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.