Tokyo 2020: শুট-অফে প্রাক্তন অলিম্পিক্স চ্যাম্পিয়নকে হারিয়ে প্রি-কোয়ার্টারে অতনু

প্রাক্তন অলিম্পিক্স চ্যাম্পিয়ন তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টের প্রি-কোয়ার্টারে জায়গা করে নিলেন অতনু দাস। টোকিও অলিম্পিক্সের দ্বিতীয় রাউন্ডে অতনু রুদ্ধশ্বাস শুট-অফে পরাজিত করেন কোরিয়ার ওহ জিনহিয়েককে।

লন্ডন অলিম্পিক্সের ব্যক্তিগত বিভাগে এবং চলতি টোকিও অলিম্পিক্সের দলগত বিভাগে সোনা জয়ী জিনহিয়েকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই চালান অতনু। নির্ধারিত ৫ সেটের পর ম্যাচ দাঁড়িয়েছিল ৫-৫ সেট-পয়েন্টের সমতায়। শুট-অফের একটি তিরে অতনু সংগ্রহ করেন ১০ পয়েন্ট। জিনহিয়েক ৯ পয়েন্ট স্কোর করতেই ম্যাচ জিতে যান অতনু।

তার আগে প্রথম রাউন্ডে অতনুর প্রতিপক্ষ ছিলেন চাইনিজ তাইপের য়ু-চেং ডেং। পাঁচ সেটের উত্তেজক লড়াইয়ে যাঁকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে দেন ভারতীয় তিরন্দাজ। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ জাপানের তাকাহারু ফুরুকাওয়া। প্রথম দু’টি রাউন্ডে যে রকম পারফর্ম্যান্স মেলে ধরলেন অতনু, তাতে তাঁর পদক জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হল।

য়ু-চেং ডেংয়ের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচের গতিপ্রকৃতি:-

প্রথম সেট:-
অতনু- ১০, ৮, ৯ (২৭)
য়ু-চেং ডেং- ৮, ৯, ৯ (২৬)
সেট পয়েন্ট: অতনু-২, য়ু-চেং ডেং-০।

দ্বিতীয় সেট:-
অতনু- ৯, ১০, ৮ (২৭)
য়ু-চেং ডেং- ৮, ১০, ১০ (২৮)
সেট পয়েন্ট: অতনু-২, য়ু-চেং ডেং-২।

তৃতীয় সেট:-
অতনু- ৯, ১০, ৯ (২৮)
য়ু-চেং ডেং- ১০, ৯, ৭ (২৬)
সেট পয়েন্ট: অতনু-৪, য়ু-চেং ডেং-২।

চতুর্থ সেট:-
অতনু- ৮, ৯, ১০ (২৭)
য়ু-চেং ডেং- ৯, ১০, ৯ (২৮)
সেট পয়েন্ট: অতনু-৪, য়ু-চেং ডেং-৪।

পঞ্চম সেট:-
অতনু- ৯, ১০, ৯ (২৮)
য়ু-চেং ডেং- ১০, ৯, ৭ (২৬)
সেট পয়েন্ট: অতনু-৬, য়ু-চেং ডেং-৪l

ওহ জিনহিয়েকের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের গতিপ্রকৃতি:-

প্রথম সেট:-
অতনু- ৮, ৮, ৯ (২৫)
জিনহিয়েক- ৮, ৯, ৯ (২৬)
সেট পয়েন্ট: অতনু-০, জিনহিয়েক-২।

দ্বিতীয় সেট:-
অতনু- ৯, ৯, ৯ (২৭)
জিনহিয়েক- ১০, ৯, ৮ (২৭)
সেট পয়েন্ট: অতনু-১, জিনহিয়েক-৩।

তৃতীয় সেট:-
অতনু- ৯, ৯, ৯ (২৭)
জিনহিয়েক- ৮, ১০, ৯ (২৭)
সেট পয়েন্ট: অতনু-২, জিনহিয়েক-৪।

চতুর্থ সেট:-
অতনু- ৮, ৯, ১০ (২৭)
জিনহিয়েক- ৯, ৭, ৬ (২২)
সেট পয়েন্ট: অতনু-৪, জিনহিয়েক-৪।

পঞ্চম সেট:-
অতনু- ১০, ৯, ৯ (২৮)
জিনহিয়েক- ১০, ৯, ৯ (২৮)
সেট পয়েন্ট: অতনু-৫, জিনহিয়েক-৫।

শুট-অফ:-
অতনু- ১০ (১০)
জিনহিয়েক- ৯ (৯)
সেট পয়েন্ট: অতনু-৬, জিনহিয়েক-৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.