আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল ভারত। সেইসঙ্গে ৬৬ রানের ব্যবধানে জয়ের ফলে নেট রানরেটও অনেকটা ভালো হয়েছে। সেই জয়ের ফলে ভারতে সেমিফাইনালে ওঠার সুযোগ কতটা বাড়ল, তা দেখে নিন –
আপাতত ‘সুপার ১২’-এর ‘গ্রুপ ২’-তে চতুর্থ স্থানে আছে ভারত। নেট রানরেট +০.০৭৩। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। আফগানদের ঝুলিতে চার ম্যাচে চার পয়েন্ট আছে। নেট রানরেট +১.৪৮১। সেখানে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে কিউয়িদের নেট রানরেট +০.৮১৬। ফলে সহজ অঙ্কে নিউজিল্যান্ড যদি নিজেদের বাকি দুটি ম্যাচ (নামিবিয়া এবং আফগানিস্তান) জিতে যায়, তাহলে আট পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে ভারতের সামনে কোনও সুযোগ থাকবে না। কারণ ভারতের আর দুটি ম্যাচ বাকি আছে। দুটি ম্যাচ জিতলেও ছয় পয়েন্টের বেশি হবে না।ট্রেন্ডিং স্টোরিজ
সেই পরিস্থিতিতে ভারতকে আশা করতে হবে যে আফগানিস্তান বা নামিবিয়ার কাছে যেন হেরে যায় নিউজিল্যান্ড। সেক্ষেত্রে কিউয়িদেরও পয়েন্ট হবে ছয়। ভারতও ছয় পয়েন্টে (নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতবে ধরে নিয়ে) থাকবে। আবার আফগানিস্তান যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে যায়, তাহলে রশিদ খানদেরও পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট হবে। যে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ হবে আগামী ৭ নভেম্বর। সেক্ষেত্রে নেট রানরেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
সেই পরিস্থিতিতে বুধবার আফগানিস্তানের জয়ের ফলে ভারতের তেমন যে মারাত্মক লাভ হল, সেটা নয়। তবে জয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার কিছুটা আশা বেঁচে থাকল। সেইসঙ্গে নেট রানরেট শুধরে নেওয়ার ফলে শেষলগ্নে কিছুটা লাভ হতে পারে। কারণ ভারতের সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে নেট রানরেট একটা বড় ফ্যাক্টর হতে চলেছে।