রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়ে ম্যাচ জেতে পাকিস্তান। আগাগোড়া দাপট দেখিয়ে পাকিস্তানের জয়ের ভীত গড়েছিলেন কিন্তু শাহিন আফ্রিদি। শুরুতেই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মাকে ফেরান তিনি। এরপর পাকিস্তানের ১০ উইকেটে জয়ের সঙ্গে সঙ্গে ১১ বছর পর এক অযাচিত ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
মাত্র ছয় রানের মধ্যেই শাহিনের সুইংয়ে ভারতের দুই ওপেনার সাজঘরে ফেরেন। রাহুল করেন তিন রান, আর রোহিত তো নিজের প্রথম বলেই আউট হয়ে যান। এরপর ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের বর্তমান সময়ের দুই সবচেয়ে ইনফর্ম ব্যাটার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান দুইজনেই রান তুলে দেন। পাকিস্তান অধিনায়ক বাবর করেন ৭৯ ও রিজওয়ান অপরাজিত থাকেন ৬৮ রানে। ট্রেন্ডিং স্টোরিজ
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার ভারতীয় ওপেনাররা এক অঙ্কের রানে আউট হওয়ার পর প্রতিপক্ষ দলের দুই ওপেনাররই অর্ধশতরান করেন। শেষবার ২০১০ সালে ব্রিজটাইনে এমন ঘটনা ঘটেছিল। সেদিন দুই অজি ওপেনার শেন ওয়াটসন (৫৪) ও ডেভিড ওয়ার্নার (৭২) করলেও ভারতের তরফে মুরলী বিজয় (২) ও গৌতম গম্ভীর (৯) এক অঙ্কের রানে আউট হন। এই পরিসংখ্যান পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের ব্যাটিং, বোলিং দুই বিভাগেরই ব্যর্থতাকে তুলে ধরল।